চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৮ জুন, ২০২৩

১১ মে, ২০১৯ | ১:০০ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক

বোধন আবৃত্তি স্কুলে ভর্তি চলছে

বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম পরিচালিত বোধন আবৃত্তি স্কুলে দীর্ঘ ২৫ বছরের প্রশিক্ষণ অভিজ্ঞতার আলোকে ৫২তম আবর্তনে ভর্তি চলছে।
বাংলাদেশের একমাত্র নিয়মিত আবৃত্তি স্কুল, বাংলাভাষার শুদ্ধতম চর্চার অঙ্গীকার নিয়ে বড়দের জন্য ছয় মাসব্যাপী প্রশিক্ষণে থাকছে শুদ্ধ উচ্চারণের তত্ত্ব ও প্রয়োগ, জিহ্বা-চোয়ালের ব্যায়াম ও মনসংযোগ, মাইক্রোফোনের প্রায়োগিক ব্যবহার, ছন্দ, কবিতার ভাব ও রস, অনুষ্ঠানে উপস্থাপনা, সংবাদ পাঠ, টিভি রিপোর্টিং, শ্রুতি নাটক ও আবৃত্তি-নির্মাণ ও প্রয়োগ। সমাবর্তনে আবৃত্তি পরিবেশনের মধ্য দিয়ে সনদ গ্রহণ করবেন শিক্ষার্থীরা। প্রশিক্ষক হিসেবে ক্লাস পরিচালনা করবেন দেশের বরেণ্য আবৃত্তিশিল্পী, নাট্যব্যক্তিত্ব, বিশিষ্ট কবি-সাহিত্যিকগণ। শিশু বিভাগ ও বড়দের ক্লাস আলাদাভাবে পরিচালিত হয়ে থাকে। শিশু বিভাগে ২ বছর ব্যাপী পূর্ণাঙ্গ আবৃত্তি কোর্সে ভর্তি চলছে। ক্লাস শুরু আগামী ৫ জুলাই শুক্রবার সকাল ৯টায় চসিক মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজ। ভর্তির জন্য যোগাযোগ প্রতি শুক্রবার সকাল ৯টা-১১টা চসিক মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজ ০১৮১৭৭১৯০১৭, ০১৭১৮০০৪০৩৩, ০১৮১৯৩৩২৪৫৪, ০১৮১৫৬৪৭৯৪৯-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট