চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সোহিনী এবার গিরিবালা

১০ মে, ২০১৯ | ২:০২ পূর্বাহ্ণ

বিনোদন

নতুন বিয়ে করেছে তারা। নতুন দুটি মানুষ, নতুন একটা সংসার। প্রেম আর ভালোবাসায় ভরে থাকে চারপাশ। কিন্তু খুব বেশিদিন সেই সুখ সয় না। স্ত্রীকে রেখে পর নারীতে আসক্তি আসে স্বামীর। সংসারে নামে হাহাকার। প্রেম বদলে যায় হতাশা আর অপমানের গ্লানিতে। এমনই এক ত্রিভূজ প্রেমের গল্পে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন ‘মানভঞ্জন’ নামের একটি গল্প। সেই গল্পে নতুন নির্মাণ নিয়ে হাজির হতে যাচ্ছে জনপ্রিয় ডিজিটাল প্লাটফর্ম হইচই। রবীন্দ্রজয়ন্তী এমন এক সাংস্কৃতিক পার্বণ যা সমগ্র বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাঙালিরা একযোগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে উদযাপন করে থাকে। এই উৎসবে নিজেদের সামিল করতেই হইচই তাদের পরবর্তী অরিজিনাল হিসেবে ‘মানভঞ্জন’-কে বেছে নিলো। জনপ্রিয় পরিচালক অভিজিৎ চৌধুরীর পরিচালনায় নির্মিত এই সিরিজে গিরিবালা চরিত্রে অভিনয় করেছেন সোহিনী সরকার। অন্যান্য চরিত্রে রয়েছেন অমৃতা চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্যসহ আরও অনেকে। এই সিরিজের গল্প গড়ে উঠেছে পতিগৃহে রীতিমতো একাকী জীবনযাপন করে চলা গৃহবধু গিরিবালাকে কেন্দ্র করে।
গোপিনাথের সাথে গিরিবালার বিয়ে হবার পর থেকে বেশ কিছুদিন দুজনের মাঝে দারুণ প্রণয় জমে উঠলেও একসময় ফিকে হতে থাকে তাদের ভালবাসা।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট