চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

একই মঞ্চে মীর-জয়

২১ অক্টোবর, ২০১৯ | ২:৩২ পূর্বাহ্ণ

এবারই প্রথম দুই বাংলার অন্যতম

জনপ্রিয় দুই উপস্থাপক মঞ্চ ভাগাভাগি করতে যাচ্ছেন। তারা হলেন ভারতের মীরাক্কেল-খ্যাত মীর আফসার আলী আর বাংলাদেশের অভিনেতা-উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। আর এ ঘটনাটি ঘটতে যাচ্ছে ঢাকায় অনুষ্ঠিতব্য টিএম ফিল্মস নিবেদিত ‘ভারত-বাংলাদেশ ফিল্ম অ্যাওয়ার্ডস (বিবিএফএ)’-এর প্রথম আসরে। আজ সন্ধ্যায় বসুন্ধরা কনভেনশন সেন্টারের নবরাত্রী মিলনায়তনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে দুই বাংলার সেরা তারকাদের অংশগ্রহণে এ জমকালো আয়োজন অনুষ্ঠিত হচ্ছে। পুরো অনুষ্ঠানটি যোৗথভাবে উপস্থাপনা করবেন দুই বাংলার জনপ্রিয় এই দুই উপস্থাপক। এ প্রসঙ্গে জয় বলেন, ‘উপস্থাপনায় বাংলাদেশের দর্শক আমাকে পছন্দ করেন, ভালোবাসেন। যেকোনও একটি বড় ক্ষেত্রে উপস্থাপনায় আমার নামটা খুব সহজে চলে আসে। আন্তর্জাতিক অঙ্গনের কারও সাথে একই মঞ্চে দাঁড়িয়ে উপস্থাপনা করার জন্য যে সাহস দরকার, সেটা আমার আছে এবং আমি এতে সফল হওয়ার স্বপ্ন দেখি।’ মীর প্রসঙ্গে জয় বলেন, ‘মীরাক্কেলের সুবাদে সে বেশ জনপ্রিয়। তার উপস্থাপনা আমি পছন্দ করি। আমার প্রসঙ্গে তার দিক থেকেও নিশ্চয়ই একই প্রতিক্রিয়া পাবেন। আশা করছি আমাদের মঞ্চ ভাগাভাগিটা উপস্থিত শিল্পী-কুশলী-দর্শকরা বেশ উপভোগ করবেন। আমরা দুজনেই প্রস্তুত রয়েছি।’

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট