চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

ফাহমিদা নবীর সুরে গাইলেন সৈয়দ আব্দুল হাদী

১৭ অক্টোবর, ২০১৯ | ১২:৪৬ পূর্বাহ্ণ

এবার ফাহমিদা নবীর সুরে গাইলেন দেশবরেণ্য সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী। নিজের সুরে গুণী এই শিল্পীর কণ্ঠে গান তুলতে পেরে বেশ উচ্ছ্বসিত ফাহমিদা নবী। গান রেকর্ডিং শেষে ভিডিও বার্তায় সেই উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।

রানা মাসুদের কথায় ফাহমিদা নবীর সুরে হাদীর কণ্ঠের নতুন এই গানের শিরোনাম ‘আমি কেমন করে ভুলি’। লোক ঘরানার এই গানের সংগীতায়োজকন করেছেন পঞ্চম নবী। অর্থাৎ ভাই-বোনের সুর সংগীতে গানটি গাইলেন সৈয়দ আব্দুল হাদী। আর এই গান রেকর্ডিং শেষে বাবাকে (মাহমুদূন্নবী) স্মরণ করে কাঁদেন ফাহমিদা নবী। এই গান প্রসঙ্গে নবী বলেন, ‘হাদী চাচার গানের সংগীতায়োজন করেছি- এটা আমার জীবনের অনেক বড় একটা অর্জন। বাবার গান করার সৌভাগ্য হয়নি কিন্তু বাবার বন্ধুর জন্য গান করতে পেরে আমি খুবই আনন্দিত।’ ফাহমিদা নবী বলেন, ‘গানটিতে হাদী চাচা কণ্ঠ দেওয়ার সময় মনে হচ্ছিলো- বাবাই যেনো গানটি গাইতেছেন (কেঁদে কেঁদে)। আমি ভীষণ খুশি, হাদী চাচার জন্য সুর করতে পেরে। এই আনন্দ আসলে বলে বোঝানো যাবে না।’

শেয়ার করুন