চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

নারী কেন্দ্রিক মুভি চান জাহ্নবী!

১৬ অক্টোবর, ২০১৯ | ২:০০ পূর্বাহ্ণ

চলতি বছর হলিউডে মুক্তি পেয়েছে অন্যতম আলোচিত সিনেমা ‘জোকার’। আর গত জুনে বলিউডে মুক্তি পেয়েছে ‘কবির সিং’। দু’টি সিনেমাই দর্শকদের ব্যাপক সাড়া পেয়েছে।

‘কবির সিং’ ও ‘জোকার’ পুরুষ কেন্দ্রিক গল্পে নির্মিত হয়েছে। ‘জোকারে’র কেন্দ্রীয় চরিত্রে অনবদ্য অভিনয় করে প্রশংসা পেয়েছেন জোয়াকুইন ফিনিক্স। তেলেগু ‘অর্জুন রেড্ডি’র রিমেকটিতে নন্দিত হয়েছেন শহীদ কাপুর। তবে শুধু পুরুষ কেন্দ্রিক নয় এমন ধরনের গল্পে নারী কেন্দ্রিক সিনেমা নির্মাণের আহ্বান জানিয়েছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর।

‘ধাড়াক’খ্যাত এ অভিনেত্রী বলেন, ‘সময় বদলে যাচ্ছে। আমার মনে হয় নারীদের জন্য এখন থেকে একটু কম স্যানিটাইজড চরিত্র ভাবার সময় এসেছে। এই মুহূর্তে এই ধরনের চরিত্রের কথা বলতে গেলে, ‘বন্দিনী’তে নুতনের চরিত্রের কথাই আসে।’
‘নারীদের সংকোচহীন জীবনকে চিত্রিত করতে আরও বেশি ভূমিকা থাকতে হবে- যেমন ‘কবির সিং’ বা ‘জোকার’র মতো সিনেমার নারী সংস্করণ হতে পারে,’ যোগ করেন তিনি।

টড ফিলিপস্ পরিচালিত ‘জোকার’ গোথাম শহরের এক ব্যর্থ কমেডিয়ানের গল্প নিয়ে নির্মিত।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট