চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

বাদল সৈয়দের উপন্যাস জন্মজয়ের পাঠ উন্মোচন

অনলাইন ডেস্ক

১৩ অক্টোবর, ২০১৯ | ২:১৯ অপরাহ্ণ

কথা সাহিত্যিক বাদল সৈয়দের জন্মজয় উপন্যাসের তৃতীয় সংস্করণের পাঠ উন্মোচন অনুষ্ঠান গতকাল শনিবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

নগরীর গ্রন্থবিপণি ‘বাতিঘর’ আয়োজিত অনুষ্ঠানে বিশিষ্ট কথাসাহিত্যিক হরিশংকর জলদাস,আইপিডিসি প্রথম আলো শিক্ষক সম্মাননা পাওয়া শিক্ষক আগ্রাবাদ সরকারি কলোনি উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শফিক উল্লাহ, সাংবাদিক হাসান আকবর বক্তব্য দেন।

অনুষ্ঠানে ডা. অঞ্জনা দত্ত ও পারভিন আক্তার ও বইটির অগ্রিম অর্ডার কর্মসূচী পরিচালনাকারী প্রতিষ্ঠান ‘অনেষ্ট’ এর প্রধান নির্বাহী মনিরুল হক অপু তাদের  অনুভূতি ব্যক্ত করেন। এছাড়া জন্মজয়ের লেখক বাদল সৈয়দ উপন্যাসটির নানাদিক ও পটভূমি তুলে ধরেন। সংস্কৃতিকর্মী নাহিদ নেওয়াজের সঞ্চালনায় এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাতিঘরের স্বত্বাধিকারী দীপংকর দাশ।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট