চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

যারা পেলেন এমি এওয়ার্ড

২৩ সেপ্টেম্বর, ২০১৯ | ৬:৪২ অপরাহ্ণ

 

এমি এওয়ার্ডকে বলা হয় টেলিভিশন জগতের গুরুত্বপূর্ণ প্রতিযোগিতামূলক এওয়ার্ড। এর ৭১তম আসর বসেছিল গত রবিবার রাতে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসের মাইক্রোসফট থিয়েটারে। তবে এ বছর অস্কারের মতো এই প্রথমবার এমি এওয়ার্ডসেও কোনো উপস্থাপক ছিলেন না। আসরে এবার সবচেয়ে বেশি পুরস্কার জিতেছে ‘ফ্লিবাগ’ শো’টি। চারটি পুরস্কার জিতে নিয়েছে এই টিভি শো। ‘চেরনোবিল’ তিনটি পুরস্কার পেয়েছে। আর ৩২টি মনোনয়ন পাওয়া ‘গেম অব থ্রোনস’ জিতেছে মাত্র দুটি পুরস্কার। সেরা সহ অভিনেতা এবং আউটস্ট্যান্ডিং ড্রামা সিরিজের পুরস্কার জিতেছে ‘গেম অব থ্রোনস’। ‘দ্য মার্ভেলাস মিসেস মেইসেল’ও পেয়েছে দুটি পুরস্কার। ‘পোজ’ এ অভিনয়ের জন্য সেরা ড্রামা সিরিজ অভিনেতার পুরস্কার জিতেছেন বিল্লি পোর্টার। আর ‘কিলিং ইভ’ এ অভিনয়ের জন্য সেরা ড্রামা সিরিজ অভিনেত্রীর পুরস্কার জিতে নিয়েছেন জোডি কামার। ড্রামা সিরিজ ক্যাটাগরিতে ‘ওজার্ক’ এর জন্য সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন জ্যাসন বেইটম্যান।

পূর্বকোণ/তাসফিয়া

শেয়ার করুন