চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

খুব শিগগির ব্যাংককে নেওয়া হবে আলাউদ্দীন আলীকে

২১ সেপ্টেম্বর, ২০১৯ | ১:৪৮ পূর্বাহ্ণ

আবারো অসুস্থ হয়ে পড়েছেন দেশ বরেণ্য গীতিকার, সুরকার, সংগীত পরিচালক আলাউদ্দীন আলী। খুব শিগগির তাকে ব্যাংককে নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন তার পরিবার।

আলাউদ্দীন আলীর স্ত্রী ফারজানা মিমি জানান, গত বুধবার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আলাউদ্দীন আলী। তারপর ব্যাংককে যে চিকিৎসকের তত্ত্বাবধায়নে চিকিৎসা চলছে তার সঙ্গে যোগাযোগ করা হয়। তার পরামর্শে সিটি স্ক্যানসহ বেশ কিছু পরীক্ষা করানো হয়। এতে জানা যায়, তার ফুসফুসে নতুন করে টিউমারের অস্তিত্ব পাওয়া গেছে।

চিকিৎসকরা দ্রুত থাইল্যান্ডে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। তার অবস্থা এখন ভালো না। যতটা দ্রুত সম্ভব তাকে ব্যাংকক নিয়ে যেতে হবে। এ প্রসঙ্গে ফারজানা মিমি বলেন, ‘ভিসার জন্য আবেদন করেছি। ভিসা পেতে কয়েকদিন সময় লাগবে।’
২০১৫ সালের মাঝামাঝি সময় আলাউদ্দীন আলীকে ব্যাংকক নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, তার ফুসফুসে একটি টিউমার রয়েছে এবং ক্যানসারের জীবাণু পাওয়া যায়।

শেয়ার করুন