চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বিষণœতায় শ্রদ্ধা

১৪ সেপ্টেম্বর, ২০১৯ | ১:৪০ পূর্বাহ্ণ

‘হাসতে দেখো, গাইতে দেখো… দেখো না কেউ হাসির শেষে নীরবতা’ আইয়ুব বাচ্চুর এই গানটির কথা যেন বলিউড অভিনেত্রীদের ক্ষেত্রেও প্রযোজ্য। রিল লাইফে যাদের লাস্যময়ী রূপ দর্শকের মন জয় করে, রিয়েল লাইফে তাদের মুখেই শোনা যায় হতাশার গান। অভিনেত্রী দীপিকা পাড়ুকোন প্রকাশ্যেই স্বীকার করেছেন, বিষণœতায় ভুগছেন তিনি। এ নিয়ে সমাজসেবামূলক কাজও করছেন এ অভিনেত্রী। এছাড়া অনেক অভিনেত্রীই বিভিন্ন সময় তাদের এই তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়েছেন। ক্যারিয়ারে বেশ ভালো সময় পার করছেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। তার সর্বশেষ তিন সিনেমা, ছিছোরে, সাহো ও স্ত্রী বক্স অফিসে বাজিমাত করেছে। এছাড়া একাধিক সিনেমার কাজ নিয়ে ব্যস্ত তিনি। তবে জীবনের একটি দীর্ঘ সময় ধরে এ অভিনেত্রীও বিষণœতায় ভুগছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্রদ্ধা বলেন, ‘বিষণœতা কী আমি জানতামই না। দীর্ঘদিন এটি সম্পর্কে আমাদের কোনো ধারণা ছিল না। আশিকি-টু মুক্তির পর প্রথম এটি প্রকাশ পায়। ব্যথা হতো, কিন্তু কোনো রোগ নির্ণয় করা যেত না। আমরা অনেক পরীক্ষা-নিরীক্ষা করিয়েছি তবে চিকিৎসকদের রিপোর্টে কোনো কিছু ধরা পড়েনি। চিন্তা করতাম, নিজেকে প্রশ্ন করতাম, কেন এমন হচ্ছে।’

শেয়ার করুন