চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

ন্যানসির নতুন যাত্রা

৯ সেপ্টেম্বর, ২০১৯ | ১:১১ পূর্বাহ্ণ

মাঝে খানিক দম নিয়ে পুরোদমে গানে মন বসিয়েছেন ন্যানসি। এ যাত্রায় সঙ্গে নিলেন কন্যা রোদেলাকে। শুরু করলেন মা-মেয়ের নতুন সংগীতযাত্রা।

ন্যানসি এটাকে তার জীবনের নতুন বাঁক বলতে পছন্দ করেন। বলেন, ‘মাঝে বাবা (শ্বশুর) মারা গেলেন। মা অসুস্থ হলেন। ঢাকা ছেড়ে আমিও নেত্রকোনা-ময়মনসিংহে চলে যাই। আরও কিছু অনাহূত পারিবারিক জটিলতা ফেস করতে হয়। সব মিলিয়ে মাঝে লম্বা একটা সময় গেছে, যেখানে আসলে গান ছিল না। সেসব পেরিয়ে আবার আমি গানে ফিরলাম। ঢাকায় নিয়মিত হলাম। এই সংগীতযাত্রায় এবার সঙ্গে পাচ্ছি বড় মেয়ে রোদেলাকে। এটাও মা হিসেবে অনেক আনন্দের বিষয়। আমি আসলে এখন অনেক অনেক ভালো আছি।’ সেই ভালো থাকার অন্যতম দুটি কারণ, ষষ্ঠ শ্রেণি পড়ুয়া ছোট্ট রোদেলা এরইমধ্যে দুটি গান রেকর্ড করে ফেলেছে। যার একটি হলো মীর মাসুমের সংগীতায়োজনে রবীন্দ্রনাথ ঠাকুরের শিশুতোষ এই গানের শিরোনাম ‘আমরা সবাই রাজা’। ক’মাস আগে রোদেলা বেশ প্রশংসা কুড়ায় ‘প্রজাপতি প্রজাপতি’ শিরোনামের আরেকটি গান কণ্ঠে তুলে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট