চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

বঙ্গবন্ধুকে নিয়ে শুভমিতার গান

অনলাইন ডেস্ক

৬ সেপ্টেম্বর, ২০১৯ | ৮:২০ অপরাহ্ণ

ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী শুভমিতা ব্যানার্জী। এবার তিনি গান গাইলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে। গত ২ সেপ্টেম্বর তিনি কলকাতার একটি স্টুডিওতে ‘আবার এসো পিতা’ এলবামের ‘বঙ্গবন্ধু তুমি স্বপ্ন বাঙালির’ শিরোনামের গানটি রেকর্ড করেন।

বঙ্গবন্ধুকে নিয়ে শুভমিতার গাওয়া এ গানটি লিখেছেন বাংলাদেশের গীতিকার সুজন হাজং। তার অনেক দিনের ইচ্ছা ছিল শুভমিতাকে দিয়ে নিজের লেখা গান গাওয়ানোর।

এ ব্যাপারে গীতিকার সুজন হাজং জানান, কলকাতার গড়িয়াহাট “গান বাজনা” স্টুডিওতে ‘আবার এসো পিতা’ শিরোনামের এ গানটিতে কণ্ঠ দেন জনপ্রিয় সংগীতশিল্পী শুভমিতা। প্রিয় সংগীতশিল্পী শুভমিতার মিষ্টি মায়াবী কণ্ঠে বঙ্গবন্ধুকে নিয়ে আমার লেখা একটি গান গাওয়ানোর স্বপ্ন ছিল। আজ সেই স্বপ্নটা সত্যি হল। বঙ্গবন্ধুর প্রতি সংগীতশিল্পী শুভমিতার শ্রদ্ধাবোধ দেখে আমি মুগ্ধ।

সংগীত শিল্পী শুভমিতা বলেন, বাংলাদেশের জাতির পিতাকে নিয়ে গান গাইতে পেরে সম্মানিত বোধ করছি। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে বাঙালির আত্মত্যাগের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।

এ অ্যালবামে আরও গান গেয়েছেন- নেপালের আশরা কুনওয়ার, ভুটানের সাংগে হ্লাদেন, শ্রীলঙ্কার ডেভিড।

সুজন হাজং জানিয়েছেন, ২০২০ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এলবামটি প্রকাশ করা হবে  ।

পূর্বকোণ/তাসফিয়া

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট