আবেদনকারী তো আমার যোগ্যই নয়: অপু বিশ্বাস
ইউটিউব আইডি হ্যাকের অভিযোগ এনে ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাসের নামে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন চলচ্চিত্র প্রযোজক সিমি ইসলাম কলি। মামলায় অপু ছাড়াও বিবাদী করা হয়েছে জাহিদুল ইসলাম অপু নামে আরেকজনকে। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী।
এ প্রসঙ্গে দেশের জনপ্রিয় একটি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন অপু বিশ্বাস। সেখানে তিনি বললেন, ‘আবেদনকারী তো আমার যোগ্যই নয়। তার সম্পর্কে কী বলবো? আমার অ্যাডমিনের যোগ্যতার কাতারে সে। তাই আমার অ্যাডমিনই বিষয়টি দেখছেন। আমার চ্যানেলের কনটেন্ট চুরি করে তিনিই আবার আমাদের বিরুদ্ধে জিডি করেন। এটা হাস্যকর। তার চ্যানেল তো সাসপেন্ড করেছে ইউটিউব কর্তৃপক্ষ। এখানে আমাদের কী?’
এ বিষয়ে অভিনেত্রীর ইউটিউব চ্যানেলের অ্যাডমিন জাহিদুল ইসলাম জানান, ‘অপু বিশ্বাস’ ও ‘অপু বিশ্বাস অফিশিয়াল’ চ্যানেল দুটি থেকে দুটি কনটেন্ট হুবহু প্রচার করা হচ্ছে ‘এসকে ফিল্মস ইন্টারন্যাশনাল’ নামের একটি চ্যানেল থেকে। মাস দেড়েক আগের ঘটনা এটি। তিনি খোঁজ নিয়ে জানতে পারেন চ্যানেলটি সিমি ইসলাম কলির। আর নিজেদের চ্যানেলের কনটেন্ট থাকায় তিনি স্ট্রাইক মারেন। এর তিন/চার দিন পর দেখেন, আরও তিন-চারটি ভিডিও কলির চ্যানেলে আপলোড করা হয়েছে। পরে তিনি আরও স্ট্রাইক মারেন। এরপর ইউটিউব টিম যাচাই-বাছাই করে ওই চ্যানেল থেকে তার ভিডিওগুলো সরিয়েছে ফেলেছে।
বিষয়টি সাইবার ক্রাইমের আওতায় পড়ায় সোমবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর হাতিরঝিল থানায় জিডি করেন কলি।
পূর্বকোণ/ইসমাইল/পারভেজ