চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

শ্রীদেবীর ভাস্কর্য উন্মোচন করলেন বনি কাপুর

৫ সেপ্টেম্বর, ২০১৯ | ১:৩৪ পূর্বাহ্ণ

ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবী যেন জীবন্ত রূপে ফিরে এলেন তার ভক্ত ও স্বজনদের মাঝে। সিঙ্গাপুরে মাদাম তুসো জাদুঘরে তার মোমের ভাস্কর্য যেন সত্যিকার শ্রীদেবীর মতোই সৌন্দর্যের দেবী হয়ে আলো ছড়াচ্ছেন। কিন্তু ভাস্কর্যটি উন্মোচন করতে গিয়ে সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ। গতকাল বুধবার শ্রীদেবীর স্বামী বনি কাপুর এবং দুই মেয়ে জাহ্নবী ও খুশি মাদাম তুসো জাদুঘর, সিঙ্গাপুরে উন্মোচন করলেন শ্রীদেবীর ভাস্কর্য। এসময় তারা আবেগে আপ্লুত হয়ে পড়েন। ভাস্কর্য উন্মোচন করার মুহূর্তে হু হু করে কেঁদে ওঠেন শ্রীদেবীর স্বামী ও সিনেমা প্রযোজক বনি কাপুর। এসময় জাহ্নবী কাপুর তার বাবার হাত চেপে ধরে শান্ত করার চেষ্টা করন। সিনেমা সমালোচক তরণ আদর্শ এই অনুষ্ঠানের দু’টি ছবি শেয়ার করেছেন টুইটারে। প্রথম ছবিতে দেখা যায়, আশির দশকের ‘মি. ইন্ডিয়া’ সিনেমার ‘হাওয়া হাওয়াই’ গানের দৃশ্যের শ্রীদেবী যেন সোনালী কাপড় ও মানানসই অলঙ্কারে জীবন্ত দাঁড়িয়ে আছেন। পরের ছবিতে শ্রীদেবীর পরিবারের সব সদস্যকে একসঙ্গে দেখা যায়, সেখানে স্বামী ও দুই কন্যার মাঝে যেন আলো ছড়াচ্ছেন স্বয়ং শ্রীদেবী। গত ১৩ আগস্ট শ্রীদেবীর জন্মদিনে মাদাম তুসো কর্তৃপক্ষ ঘোষণা দেয়, বলিউডের এই কিংবদন্তি অভিনেত্রীর প্রতি শ্রদ্ধা জানিয়ে তার একটি মোমের ভাস্কর্য সংরক্ষণ করা হবে এই বিখ্যাত জাদুঘরে।

শেয়ার করুন