চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

মেহজাবিন’র ‘একদিন অপ্রত্যাশিত’

১ ডিসেম্বর, ২০১৮ | ১:৪৩ পূর্বাহ্ণ

রঞ্জন-চিত্রার ছয় বছরের সংসার। এক অনুষ্ঠানে মুনতাসির নামে পরিচিত এক চিকিৎসকের সঙ্গে দেখা হয় চিত্রার। এ সময় মুনতাসির চিত্রার জন্য ভবিষ্যদ্বাণী করে-অক্টোবরের ১৫ তারিখ চিত্রার বিশেষ দিন। সেদিন অপ্রত্যাশিত কিছু একটা ঘটবে। অনেকেই মুনতাসিরের কথা বিশ্বাস করেন। ভদ্রলোকের সেই কথাগুলো দুঃস্বপ্নের মতো দেখতে পায় চিত্রা।
চিত্রার ঘুম ভাঙতেই রঞ্জনকে জিজ্ঞেস করে আজ কত তারিখ। জবাবে রঞ্জন বলে, ১৫ অক্টোবর। আজ কী ঘটতে পারে চিত্রা তা ভাবতে চেষ্টা করে। অমঙ্গল ভাবনাগুলোই চিত্রার মনের মধ্যে চেপে বসে। যে কোনো ঘটনার জন্য মানসিকভাবে নিজেকে প্রস্তুত রাখার চেষ্টা করে। রঞ্জনকে অনুরোধ করে অফিসে না যেতে। তবু রঞ্জন চলে যায় এবং বলে যায় তাড়াতাড়ি ফিরে আসবে। রঞ্জনের কাছে পুরো ব্যাপারটা পাগলামী মনে হয়। এরপর ঘটতে থাকে একের পর এক ঘটনা। এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘এক দিন অপ্রত্যাশিত’। মাসুম শাহরিয়ারের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সজীব মাহমুদ। এতে চিত্রা চরিত্রে অভিনয় করেছেন মেহজাবিন চৌধুরী। আর রঞ্জন চরিত্রে অভিনয় করেছেন জোভান আহমেদ। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নরেশ ভূইঁয়া, ইমন, ফাহমি প্রমুখ। সম্প্রতি নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। আজ শনিবার রাত ৯ টায় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে নাটকটি প্রচারিত হবে।

শেয়ার করুন