চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

‘ভুলের উৎসব’-এ অনুপমা-পিজিত

অনলাইন ডেস্ক

১৭ অক্টোবর, ২০২২ | ৪:৪১ অপরাহ্ণ

‘ভুলের উৎসব’ শিরোনামে এবার শ্রোতাপ্রিয় শিল্পী অনুপমা মুক্তির সঙ্গে দ্বৈতগান নিয়ে হাজির হচ্ছেন এই প্রজন্মের শিল্পী পিজিত মহাজন।

শেখ নজরুলের কথা এবং রুপতনুর সুরে নির্মাণ করা হয়েছে গানটির মিউজিক ভিডিও। গানটির অডিও প্রোডাকশানের কাজ হয়েছে রুপুর গানবাড়িতে। এছাড়াও গানের ভিডিও নির্মাণ হবে পি এম প্রোডাকশানে। অচিরেই গানটি এইচ এম ভয়েসের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে।

অনুপমা মুক্তি একজন বাংলাদেশী প্লে-ব্যাক গায়িকা। ২০০৫ সালের চলচ্চিত্র হাজার বছর ধরে তার অসাধারণ গায়কীর জন্য তিনি সবচেয়ে স্মরণীয় হয়ে আছেন। এছাড়াও আরও বেশকিছু বাংলা চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়ে প্রশংসিত হয়েছেন অনুপমা। তিনি মর্যাদাপূর্ণ বাচসাস পুরস্কার অর্জন করেন এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য মনোনীত হন।

অন্যদিকে পিজিত মহাজন তরুণ প্রজন্মের মেধাবী সঙ্গীতশিল্পী। নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত তার কয়েকটি গান দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।

 

পূর্বকোণ/এএস

শেয়ার করুন