চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

‘হ্যাশ ট্যাগ মি টু’

১০ আগস্ট, ২০১৯ | ১:০৬ পূর্বাহ্ণ

পড়াশোনার পাশাপাশি সংসার চালাতে চাকরির খোঁজে নামে মেয়েটি। বন্ধুত্বের ছদ্মবেশে হাত বাড়ায় এক যুবক।
চাকরির দেওয়ার কথা বলে সম্ভ্রমহানি করে তার। এই যন্ত্রণা সইতে না পেরে এক সময় সে নিরুদ্দেশ হয়ে যায়। একই ঘটনা ঘটে আরেকটি মেয়ের সঙ্গে। এবারের মেয়েটি বসে থাকেনি। সে হয়ে ওঠে প্রতিবাদী। তার পাশে শুরুতে কেউ দাঁড়াতে চায়নি। এক পর্যায়ে আগের মেয়েটিও এসে যোগ দেয় এই প্রতিবাদে। আওয়াজ হয় জোরালো। এমন কাহিনী নিয়ে এবারের কোরবানির ঈদের নাটক ‘হ্যাশ ট্যাগ মি টু’। ইমরাউল রাফাতের পরিচালনায় এই দুটি নাটকে প্রধান চরিত্রে কাজ করেছেন মেহজাবিন ও চট্টগ্রামের মেয়ে তিতান চৌধুরী। তিতান আগেই ঢাকায় অভিনয়শিল্পী হিসেবে নিজের জায়গা করে নিয়েছেন। এবারের ঈদে কাজ করেছেন ১১টি নাটকে। এসব নাটক বিভিন্ন চ্যানেল ও ইউটিউবে প্রচারিত হবে। এর মধ্যে উল্লেখযোগ্য ইমরাউল রাফাতের ‘ হ্যাশ ট্যাগ মি টু’, ‘স্ক্রিন সট’, তপু খানের ‘সেনোরিটা’, ‘ফ্রাই ডে লাভ’, শামীম জামানের ‘আইডি লক’, ‘সেই রকম চা খোর’, ‘বউ বড় না মা বড়’ এবং তৌকীর আহমেদের ‘স্বর্ণলতা’ নাটকে অভিনয় করেছেন। এরই মধ্যে সবগুলো নাটকের কাজই তিনি শেষ করেছেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট