চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সেরা অভিনেত্রী কীর্তি

১০ আগস্ট, ২০১৯ | ১:০৬ পূর্বাহ্ণ

ঘোষিত হলো ৬৬তম ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এবার ‘আন্ধাধুন’ চলচ্চিত্রে অভিনয় করে আয়ুষ্মান খুরানা ও ‘উরি’র জন্য ভিকি কৌশল যৌথভাবে সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন। এছাড়া তামিল চলচ্চিত্র ‘মহানটি’র জন্য সেরা অভিনেত্রী হয়েছেন কীর্তি সুরেশ।
গতকাল শুক্রবার বিকেলে নয়া দিল্লির শাস্ত্রী ভবনে ভারতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কারের নাম ঘোষণা করা হয়েছে। এর আগে জুরি সদস্যরা দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাবাদেকারের হাতে পুরস্কারের চূড়ান্ত তালিকা তুলে দেন।
প্রতি বছর এই পুরস্কার এপ্রিল মাসে ঘোষণা করা হয় এবং ৩ মে প্রদান করা হয়। কিন্তু এ বছর ভারতের লোকসভা নির্বাচনের জন্য তিন মাস পরে জাতীয় পুরস্কারের নাম ঘোষণা করা হলো। সেরা অভিনেতা: আয়ুষ্মান খুরানা (আন্ধাধুন) এবং ভিকি কৌশল (উরি), সেরা অভিনেত্রী: কীর্তি সুরেশ (মহানটি), সেরা পার্শ্ব অভিনেতা: সানন্দ কিরকিরে (চুম্বক), সেরা পার্শ্ব অভিনেত্রী: সুরেখা সিক্রি (বাধাই হো) , সেরা পরিচালক: আদিত্য ধর (উরি)।

শেয়ার করুন