চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

আগামীকাল সিলভার স্ক্রিনে ‘দ্য লায়ন কিং’

২৫ জুলাই, ২০১৯ | ১:৩৭ পূর্বাহ্ণ

আগামীকাল শুক্রবার সিলভার স্ক্রিনে মুক্তি পাচ্ছে ডিজনীর জনপ্রিয় চলচ্চিত্র ‘দি লায়ন কিং’। ছবিটি পরিচালনা করেছেন জন ফ্যাভরো। ছবিটির প্রধান কেন্দ্রবিন্দু ‘সিম্বা’ চরিত্রে কন্ঠ দিয়েছেন ডোনাল্ড গ্রোভার ও নালা চরিত্রে কন্ঠ দিয়েছেন জনপ্রিয় কন্ঠশিল্পী বেয়ন্সে নোলস। সিংহরাজ মুফাসা চরিত্রে কন্ঠ দিয়েছেন জেমস আর্ল জোনস, ভিলেন স্কার চরিত্রে কন্ঠ দিয়েছেন চিউইটেল এজিওফর। অন্যান্য প্রধান চরিত্রগুলোর মধ্যে পুম্বা চরিত্রে কন্ঠ দিয়েছেন সেথ রোগেন, জাজু চরিত্রে কন্ঠ দিয়েছেন জন অলিভার, টিমন চরিত্রে কন্ঠ দিয়েছেন বিলি আইখনার, সারাবি চরিত্রে কন্ঠ দিয়েছেন আলফ্রে উডার্ড। মুফাসা জঙ্গলের রাজা। সত্যিকারের রাজা কাকে বলে তা মুফাসাই তার আদরের ছেলে, তার উত্তরসূরি, ছোট্ট সিম্বাকে বলেন, ‘সত্যিকারের রাজা কখনও ভাবে না সে কী কী পেতে পারে, বা ছিনিয়ে নিতে পারে, দখল করতে পারে। সত্যিকারের রাজা ভাবে, সে কী কী দিতে পারে।’ মুফাসার ভাই স্কার এখানে খলনায়ক। রাজা না হতে পারার জ্বালায় সে নানান ফন্দি করে, শয়তান হায়েনার দলের সঙ্গে হাত মিলিয়ে, কী হয় তারপর? সিন্বা কি সত্যি রাজা হতে পারবে? নিতে পারবে বাবার হত্যার প্রতিশোধ? সে কাহিনি অত্যন্ত নিপুণভাবে বুনেছেন পরিচালক জন ফ্যাভরো। এলটন জন-এর সঙ্গীত আর হ্যান্স জিমারের ব্যাকগ্রাউন্ড স্কোর ছবিটিকে এক অন্য মাত্রা দিয়েছে। এক কথায়, ‘দ্য লায়ন কিং’ নির্ভেজাল ভাল ছবি। যে ছবি দেখে মা-বাবার হাত ধরে আসা খুদেটি জানবে, মোটাদের মোটা বলতে নেই। কারও চেহারা নিয়ে হাসতে নেই। হাসলে, পুম্বা গুঁতিয়ে দেবে। টিম্বা-পুম্বা শেখাবে, ‘হাকুনা মাটাটা’… ছবিটির অগ্রিম টিকেটের জন্য যোগাযোগ করুন ০১৭০১-৪৪৯৯৫৫ নম্বরে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট