চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

‘পায়রার চিঠি’তে প্রসূন

২৪ জুলাই, ২০১৯ | ১:১৮ পূর্বাহ্ণ

চলতি বছরের ফেব্রুয়ারিতে নুরুল আলম আতিকের ‘মানুষের বাগান’ ও গত রমজানে রাশিদ পলাশের
‘পদ্মপুরাণ’ ছবিতে কাজ করেছিলেন প্রসূন আজাদ।
দুটি চলচ্চিত্রই একেবারে আলাদা। এবার তিনি নতুন আরও ছবিতে কাজ করলেন। এর নাম ‘পায়রার চিঠি’। নিশিথ সূর্য’র পরিচালনায় এবারের গল্পটি আরও ব্যতিক্রম।
যেখানে থাকছে প্রধানমন্ত্রীকে লেখা একটি চিঠির বাস্তব ঘটনা। ২০১৬ সালের ১৫ আগস্ট পটুয়াখালী সরকারি জুবিলি হাইস্কুলের ছাত্র শীর্ষেন্দু বিশ্বাস পায়রা নদীর ওপর একটি সেতু নির্মাণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর চিঠি লিখেছিল। এত অল্প বয়সে শীর্ষেন্দুর এমন সচেতনতা ও সাহস দেখে অত্যন্ত খুশি হয়ে প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী চিঠি পাঠিয়েছিলেন। সেটাই উঠে আসবে চলচ্চিত্রে।
ছবির নির্মাতা নিশিথ সূর্য বলেন, ‘প্রসূন এখানে জুবিলি হাইস্কুলের শিক্ষিকার চরিত্রে অভিনয় করছেন। তিনি প্রধানমন্ত্রীর পাঠানো চিঠিটি পড়ে শোনান। আর শীর্ষেন্দুর ভূমিকায় আছে কৌশাল চৌধুরী ও মায়ের চরিত্রে মাইমুন ফেরদৌস মম।’

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট