চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

বই দানের ইচ্ছে প্রকাশ করল এটিএম শামসুজ্জামান

২২ জুলাই, ২০১৯ | ১২:৫৯ পূর্বাহ্ণ

বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামান। অভিনয়ের পাশাপাশি পরিচালনা ও গল্প লিখেছেন তিনি। বইয়ের সঙ্গেও তার খুব সখ্যত। বাসার বুক শেলফে অসংখ্য বই জমা হয়েছে। বইগুলো চলচ্চিত্র শিল্পী সমিতিতে দান করার ইচ্ছে পোষণ করেছেন এই প্রবীণ অভিনেতা। অসুস্থ হয়ে দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন এটিএম শামসুজ্জামান। এখন রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন। গতকাল তাকে দেখতে যান চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। এ সময় চলচ্চিত্র শিল্পী সমিতিতে তার বইগুলো দান করার কথা বলেন। শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ‘এটিএম শামসুজ্জামান ভাইকে দেখতে গিয়েছিলাম। তিনি এখন অনেকটাই সুস্থ। তিনি তার বইগুলো শিল্পী সমিতিতে দান করার ইচ্ছে প্রকাশ করেন। এ কথা তার স্ত্রীকেও বলে দিয়েছেন। আমাদের শিল্পী সমিতিতে লাইব্রেরি করেছি। এটা এটিএম ভাইয়ের পছন্দ হয়েছে। তাই তিনি বইগুলো দিতে আগ্রহ প্রকাশ করেছেন। আমি যতদূর জানি চলচ্চিত্রের বেশকিছু বই রয়েছে তার কাছে। এছাড়া বিখ্যাত লেখকদের বইও তার সংগ্রহে রয়েছে। এসব বই পড়ে এ প্রজন্ম অনেক কিছু শিখতে পারবেন।’

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট