চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

‌‘হুইল চেয়ার’ চলচ্চিত্রের শুভ মহরত অনুষ্ঠিত

বিনোদন ডেস্ক

১৩ অক্টোবর, ২০২১ | ১১:৫২ পূর্বাহ্ণ

‘৪৭ বাংলা’র প্রযোজনায় তৈরি হতে যাচ্ছে চলচ্চিত্র ‘হুইল চেয়ার’। মঙ্গলবার (১২ অক্টোবর) বিকালে চট্টগ্রাম নগরীর দুই নম্বর গেট এলাকার একটি অভিজাত রেস্টুরেন্টে ছবিটির শুভ মহরত অনুষ্ঠিত হয়েছে। ছবিটির কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনায় রয়েছেন চলচ্চিত্র নির্মাতা অনির্বাণ করিম।

আবৃত্তি শিল্পী সেলিম রেজা সাগরের উপস্থাপনায় মহরত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাট্যজন প্রদীপ দেওয়ানজী, চট্টগ্রাম ওমেন চেম্বারের পরিচালক সাহেলা আবেদীন, চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির কার্য নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, সাংবাদিক আলিউর রহমান রোশাই, ছবিটির প্রযোজক কাজী মাজহারুল হক, অনির্বাণ করিম, হাইড আউট রেস্টুরেন্টের স্বত্বাধিকারী রুম্মান আহমেদ, অভিনেতা আশরাফুল করিম সৌরভ ও এর কলা-কুশলীরা।

মাদকদ্রব্য সেবনের ক্ষতিকর দিক, সমাজে এর প্রভাব, মাদক কারবারীদের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে নির্যাতনের শিকার হওয়া এক তরুণের পারিবারিক জীবনের করুণ পরিণতি, মাদকদ্রব্যের বিরুদ্ধে জন সচেতনতা তৈরি ইত্যাদি বিষয়- এ চলচ্চিত্রে দেখানো হবে।

অনির্বাণ করিম বলেন, ‘বর্তমান সমাজের প্রেক্ষাপটে মানুষ অনেক বেশি আধুনিক হয়ে যাচ্ছে। সেই সাথে নেশাকে একটা ফ্যাসিনেশনের জায়গায় নিয়ে যাচ্ছে। কিন্তু নেশা কখনো ফ্যাসিনেশন হতে পারে না। এ নেশা একটা সমাজকে ধ্বংশ করার মোক্ষম হাতিয়ার। নেশার কারণে একটা পরিবার ধ্বংশ হয়ে যেতে পারে। আমরা নেশা থেকে বিরত থাকব এবং নেশা যে খারাপ, সে বিষয়ে সচেতন থাকব।’

‘হুইল চেয়ার’ ছবির চিত্রগ্রহণে রয়েছেন অজয় দেব অনিক, সঙ্গীত পরিচালনায় শিপন বিশ্বাস, কস্টিউম ডিজাইনার পিংকি, রূপসজ্জ্বায় বিনা চৌধুরী, লাইট ডিজাইনে ইফতেখার উদ্দিন রুবেল। প্রধান সহযোগী পরিচালক মুরাদ হাসান ও সহকারী পরিচালক রিফাতুল ইসলাম তুহিন, রাজিব বড়ুয়া কাব্য, সুমেধ বড়ুয়া, প্রান্ত শর্মা। বিশেষ সহযোগীতায় আশরাফুল করিম সৌরভ, মোশারফ ভূঁইয়া পলাশ, সাফাত জামিল, মোহাম্মদ মোস্তফা, সিব্বির।

বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন সাবিরা সুলতানা বিনা, সুজিত চক্রবর্তী, আশিষ নন্দী, তৌহিদ হাসান ইকবাল, অমিত চক্রবর্তী, রহমান, মামুন আহমেদ, জুলিয়েট, ফাল্গুণী দাশ, শাহ জালাল রনি, বাপ্পী হায়দার, শেখ সাদী, মাইমুনা আমিন, মামুন খান রাহী, আরাফ চৌধুরী, সৌরভ পাল, অপরূপা, মোহাম্মদ রাসেল, ফরহাদ রাব্বি, জয়নাল আবেদীন, মান্নান হিমেল, আহনাফ আল আরাফ, আলী প্রমুখ।

ছবিটিতে পাঁচটি গান থাকবে। কণ্ঠ দেবেন শেখ সাদী, আরিফা সিদ্দিকী ও শিপন। ছবিটির শুটিং শুরু হচ্ছে আগামী ১৫ অক্টোবর। চট্টগ্রাম সিটির বিভিন্ন লোকেশনে এর দৃশ্য ধারণ করা হবে।

উল্লেখ্য, এর আগে অনির্বাণ করিম টেলিফিল্ম ‘লাল শাড়ী’, শর্ট ফিল্ম ‘অজান্তে’, ‘রঙ্গিন ঘুড়ি’, ‘অস্তিত্বে তুমি’, ‘মায়া’, ‘সাদা মেঘ’, ‘গগন’, ‘কোহিনূর’, ‘মন্দিরা’ পরিচালনা করেছিলেন।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট