চট্টগ্রাম রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

ক্যানসারমুক্ত ঋষি কাপুর

১ মে, ২০১৯ | ১:৩০ পূর্বাহ্ণ

বলিউডের প্রবীণ অভিনেতা ঋষি কাপুর। গত সেপ্টেম্বর থেকে নিউ ইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি। তার শারীরিক অবস্থা নিয়ে নিয়ে অনেকদিন ধরেই নানা জল্পনা চলছিল। অবশেষে গতকাল মঙ্গলবার নির্মাতা রাহুল রাওয়াইল জানান, বর্তমানে ঋষি কাপুর ক্যানসার মুক্ত। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রাহুল রাওয়াইল লেখেন, ‘ঋষি কাপুর (চিন্টু) ক্যানসার মুক্ত।’ পরবর্তী সময়ে ভারতীয় এক সংবাদমাধ্যমে এ নির্মাতা বলেন, ‘হ্যাঁ, ঋষি এখন সম্পূর্ণ ক্যানসার মুক্ত। তার সঙ্গে আমার দেখা হয়নি, তবে ফোনে কথা হয়েছে। তিনি সকালে (মঙ্গলবার) আমাকে কল করে সু-খবরটি দিয়েছেন। তিনি ক্যানসার থেকে সম্পূর্ণ সেরে উঠেছেন। এখন শুধু কিছু ছোটখাটো ফলোআপ ও প্রক্রিয়া রয়েছে, সেগুলো করতে হবে এবং এটি আবার ফিরে আসার সম্ভাবনা নেই।’
ঋষি কাপুরের ভারতে ফেরার ব্যাপারে তিনি বলেন, ‘আমি এখনো এ বিষয়ে জানি না। কিন্তু তিনি যত দ্রুত সম্ভব ফিরতে চান। তার সঙ্গে আমার আরো ব্যক্তিগত কথা হয়েছে। কিন্তু এতটুকুই জানাতে পারব।’ খবরটি নিশ্চিত করে ঋষি কাপুরের বড় ভাই রণধীর কাপুর।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট