চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সিঙ্গাপুরে সুবীর নন্দী

১ মে, ২০১৯ | ১:৩০ পূর্বাহ্ণ

দুই সপ্তাহের বেশি গুরুতর অসুস্থ কণ্ঠশিল্পী সুবীর নন্দীকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টা ৪০ মিনিটে ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে অন্য একটি এয়ার অ্যাম্বুলেন্স করে তাকে সিঙ্গাপুর নেয়া হয় বলে জানান শিল্পীর জামাতা ডা. রাজেশ শিকদার। সুবীর নন্দীর সঙ্গে আছেন তার মেয়ে ফাল্গুনী নন্দী। স্থানীয় সময় মঙ্গলবার বিকাল সাড়ে তিনটা নাগাদ তারা সিঙ্গাপুরে পৌঁছান। সেখানে দেশটির জেনারেল
হাসপাতালে সুবীর নন্দীর চিকিৎসা হবে বলে ডা. রাজেশ জানান। এর আগে সোমবার রাতে সিঙ্গাপুর থেকে আসা একটি এয়ার অ্যাম্বুলেন্সে সুবীর নন্দীকে নিয়ে রওনা করার পর সেটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে ফেরত আনা হয়। রাতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালেই (সিএমএইচে) রাখা হয় শিল্পীকে। একুশে পদকপ্রাপ্ত শিল্পী সুবীর নন্দী গত ১৪ এপ্রিল রাতে সিলেট থেকে ঢাকা ফেরার পথে হৃদরোগে আক্রান্ত হলে পরিবারের সদস্যরা তাকে সিএমএইচে নিয়ে যান।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট