চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

স্মার্টফোনে তৈরি চলচ্চিত্র চায় চিত্রভাষা

বিজ্ঞপ্তি

৭ জুন, ২০২১ | ১:৩৮ অপরাহ্ণ

চলচ্চিত্র, চলচ্চিত্র নির্মাতা এবং চলচ্চিত্রমোদী দর্শকদের জন্য আয়োজন করা হয়েছে চিত্রভাষা ফিল্ম ফেস্টিভ্যাল-২০২১।

প্রথমবারের মতো অনলাইনে আয়োজিত এই ফেস্টিভ্যালে স্বাগত জানানা হচ্ছে স্মার্টফোনে ধারণকৃত পাঁচ মিনিট ব্যাপ্তির চলচ্চিত্রকে। তদুর্ধ ১৫+ বয়সী বাংলাদেশের নাগরিক, প্রবাসী বাংলাদেশি এবং নির্মাণে আগ্রহী নির্মাতারা এতে অংশ নিতে পারবেন।

সংশ্লিষ্টরা জানান, সংস্কৃতি এবং মানুষের মধ্যে চলচ্চিত্র হচ্ছে যোগাযোগের সেতু। জাতীয় ও আন্তর্জাতিক প্ল্যাটফর্মে নির্মাতাদের সম্ভাবনার সাথে বাঁচতে অনুপ্রাণিত করা এবং তাদের স্বপ্ন বাস্তবায়নের সুযোগ তৈরি করা চিত্রভাষা ফিল্ম ফেস্টিভ্যালের উদ্দেশ্য। সৃজনশীল, নতুন ভাবনামূলক চলচ্চিত্র ছাড়াও ফিচার, ফিকশন, ডকুমেন্টারি, অ্যানিমেশন ও পরীক্ষামূলক চলচ্চিত্র উৎসবে অন্তর্ভুক্ত রয়েছে।

উল্লেখ্য, কয়েক বছর ধরে চিত্র প্রদর্শনী, অনলাইন আর্ট শো এবং অন্যান্য সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করছে চিত্রভাষা গ্যালারি। এরই ধারাবাহিকতায় ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজন। ফেস্টিভ্যালের বাছাইকৃত চলচ্চিত্র প্রদর্শন করা হবে লন্ডনে। বিস্তারিত জানতে লগইন করতে হবে : https://chitrobhasha.org/cff/ ওয়েবসাইটে।

 

 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট