৮ এপ্রিল, ২০২১ | ৩:১৯ অপরাহ্ণ
অনলাইন ডেস্ক
সাবেক সংসদ সদস্য, চিত্রনায়িকা-নির্মাতা সারাহ বেগম কবরীকে অবশেষে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের আইসিইউতে নেয়া হয়েছে।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) বেলা ২টায় তাকে আইসিইউতে নেয়া হয় বলে বিষয়টি নিশ্চিত করেন তার ব্যক্তিগত সহকারী নূর উদ্দিন।
এর আগে বুধবার (৭ এপ্রিল) রাতে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে নেয়ার প্রযোজন পড়ে৷ কিন্তু কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আইসিইউ বেড খালি না থাকায় আজ দুপুরে তাকে মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।
উল্লেখ্য, হঠাৎ করে খুসখুসে কাশি ও জ্বরে আক্রান্ত হলে করোনার উপসর্গ ভেবে পারিবারিক চিকিৎসকের পরামর্শমতো নমুনা পরীক্ষা দেন। ৫ এপ্রিল দুপুরে প্রতিবেদন হাতে পেলে জানতে পারেন, তিনি করোনা পজিটিভ। তারপর আর দেরি না করে হাসপাতালে ভর্তি হন তিনি। ওই দিন রাতেই তাঁকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
পূর্বকোণ/এএ
The Post Viewed By: 302 People