২২ জুন, ২০১৯ | ১:২০ পূর্বাহ্ণ
‘আমি জানি ছবিটির জন্য কি পরিমাণ ঘাম ঝরিয়েছেন বাপ্পি চৌধুরী। সে টানা এক বছর ধরে জিম করছে। আগে থেকেই ওই জিমে আমিও নিয়মিত। ফলে তার ডেডিকেশনটা আমি সামনে থেকে দেখেছি গেল একটা বছর। একজন সচেতন মানুষ শরীরের যত্ন নেবেন এটাই তো স্বাভাবিক। কিন্তু তার বিষয়টি ছিল এরচেয়েও বেশি কিছু। সে জন্যই কথাটি বিশেষ করে উল্লেখ করলাম।’
কথাগুলো এক নিঃশ্বাসে বললেন দুই বাংলার প্রিয়মুখ নুসরাত ফারিয়া। এবারই প্রথম যারা দুজনে যোগ দিলেন একই টিমে, দীপংকর দীপনের ‘ঢাকা ২০১৮’-এ।
২০ জুন রাতে জমকালো আয়োজনে ছবিটির মহরত হলো রাজধানীর অভিজাত এক ক্লাবে। মহরতে প্রধান অতিথি ছিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান। অনুষ্ঠানে পরিচিত করা হলো ছবির নায়ক বাপ্পি চৌধুরী ও নুসরাত ফারিয়াকে। সেখানেই ফারিয়া নিজের বক্তব্যে তুলে আনলেন বাপ্পি চৌধুরীর ঘাম ঝরানোর গল্পটি।
কাজটি প্রসঙ্গে বাপ্পি বলেন, ‘দীর্ঘদিন ধরে ছবিটির জন্য প্রস্তুতি নিয়েছি। বড় ধরনের পরিবর্তন দর্শকরা দেখতে পারবেন।’ এই ছবিতে আরও দুই জরুরি চরিত্রে থাকছেন নুসরাত ইমরোজ তিশা ও এবিএম সুমন। এদিকে ছবিটি নিয়ে পরিচালক দীপংকর দীপন বলেন, ‘‘গত বছরের অক্টোবরে আইডিয়াটা পেলাম। তখনই বুঝলাম এটি সহজে আমাকে ছাড়বে না। কিন্তু কী করে সম্ভব এই আইডিয়ার বাস্তবায়ন? সাহসটা পাওয়ার জন্য ওয়েব সিরিজ ‘লিলিথ’ করলাম। ভয়াবহ লস খেলাম কিন্তু মানুষ প্রশংসা করলো আর আমি পেলাম সাহস।’