চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

রণবীরকে আইনজীবীর নোটিশ

২২ জুন, ২০১৯ | ১:১৩ পূর্বাহ্ণ

রেসলিং তারকা ব্রক লেসনারের বিখ্যাত ডায়লগ নকল করায় আইনজীবীর নোটিশ পেলেন হালের জনপ্রিয় বলিউড অভিনেতা রণবীর সিং। ক্রিকেট বিশ্বকাপে ভারতকে কখনোই হারাতে পারেনি চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। গত রোববারও এ ইতিহাস বদলাতে পারেনি দেশটি। ওই দিন
ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে ইংল্যান্ডের ম্যানচেস্টার স্টেডিয়ামে হাজির হয়েছিলেন রণবীর সিং। সেখানে ভারতীয় দলের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার সঙ্গে দু’টি ছবি তুলে নিজের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেন এ বলিউড অভিনেতা। ক্যাপশন দিয়েছিলেন, ‘‘ইট, স্লিপ, ডোমিনেট, রিপিট। দ্য নেম ইজ হার্দিক। হার্দিক পান্ডিয়া মা’ বয়। #আনস্টপএবল।’’ ঝামেলা বেঁধেছে ‘ইট, স্লিপ, ডোমিনেট, রিপিট’ অর্থাৎ ‘খাওয়া, ঘুম, আধিপত্য, পুনরাবৃত্তি’ এ শব্দ কয়টি নিয়েই। নিজেকে বিশ্বের জনপ্রিয় রেসলিং তারকা ব্রক লেসনারের আইনজীবী দাবি করা পল হেম্যান নামে এক ব্যক্তি জানিয়েছেন, ব্রুক লেসনার লড়াইয়ে নামার আগে যে ভিডিওচিত্র দেখানো হয়, সেখানে বলা হয় ‘ইট, স্লিপ, কনক্যুয়ার, রিপিট’ অর্থাৎ ‘খাওয়া, ঘুম, বিজয়, পুনরাবৃত্তি’।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট