১৩ ফেব্রুয়ারি, ২০২১ | ৪:১২ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
মানুষের সব আবেগ, অনুরাগ, শ্রদ্ধা আর ভালোবাসার বহিঃপ্রকাশের বড় মাধ্যম ফুল। একদিকে বসন্ত অন্যদিকে বিশ্ব ভালোবাসা দিবস। এ দুটি দিবসকে রাঙাতে মানুষের কতই না আয়োজন! রবিবার (১৪ ফেব্রুয়ারি) একইসঙ্গে ঋতুরাজ বসন্ত ও বিশ্ব ভালোবাসা দিবস। এ উপলক্ষে চট্টগ্রাম নগরীর ফয়স লেক, সিআরবি, ডিসি হিল পার্ক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও চারাকলা ইনস্টিটিউট, রেলওয়ে চত্ত্বর সেজেছে নতুন সাজে।
তবে এবার এ দুটি দিবসকে রাঙাতে করোনাকালেই মানুষ ভিড় করেছে ফুলের দোকানগুলোতে। চট্টগ্রামের চেরাগী পাহাড়ের ফুলের দোকানগুলোতে আজ সব বয়সী মানুষের ভিড় চোখে পড়ার মতো। প্রিয়জনকে ফুল উপহার দেয়া কিংবা বাহারি রঙের শাড়ি পরে ফুল দিয়ে নিজেকে সজ্জিত করার জন্যই ফুলের দোকানগুলোতে মানুষের এ ভিড়। লাল-হলুদ-বেগুনি গোলাপ, ডালিয়া, ডায়ানথাস, চন্দ্রমল্লিকা, গ্লাডিওলাস, রজনীগন্ধা, জারবেরা, গাঁদাসহ নানা ফুল শোভা পাবে মানুষের হাতে, কিশোরী-তরুণীদের খোঁপায় কিংবা মাথার টায়রায়।
এদিকে করোনাকালে ফুল বাণিজ্য মুখ থুবড়ে পড়লেও পয়লা ফাল্গুন আর ভালোবাসা দিবসকে ঘিরে ব্যবসার আশা করছেন ফুল ব্যবসায়ীরা। করোনায় স্বাস্থ্যবিধির নির্দেশনা থাকা সত্ত্বেও ফুলের দোকানগুলোতে দুদিন আগে থেকেই মানুষের ভিড় দেখে নতুন করে আশায় বুক বাধছেন ব্যবসায়ীরা।
পূর্বকোণ/এএ