চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

গোপনে শেষ হলো মিশন এক্সট্রিম’র বাংলাদেশের শুটিং

২৯ এপ্রিল, ২০১৯ | ১:৫৮ পূর্বাহ্ণ

গাজীপুরের গহিন জঙ্গল, রাজধানীর উত্তরা, মিরপুরসহ বেশ কয়েকটি স্থানে টানা দেড় মাস চলেছে ‘মিশন এক্সট্রিম’-এর শুটিং।
এর ছবির অভিনয় শিল্পীরা ছাড়াও পুলিশ, বোমা নিষ্ক্রিয় দল ও বিশেষ বাহিনীর সদস্যরাও বিশাল এই ইউনিটে কাজ করেছেন। শুটিংয়ে কখনও হয়েছে বোমা বিস্ফোরণ, কখনও গুলিবর্ষণের মতো ঘটনাও। কিন্তু ঘুণাক্ষরেও
মিডিয়াসহ কেউ-ই টের পাননি পুরো শুটিং যজ্ঞ। কারণ, সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ পরিচালিত এ ছবিটির কাজ হয়েছে কঠোর গোপনীয়তায়। শুটিংয়ের ভিডিও বা ছবি তো দূরের কথা, এর শিল্পীদের পোশাকের ধরন প্রকাশ করতেও দেয়নি টিম। আর এভাবেই বাংলাদেশ অংশের পুরো দৃশ্যধারণ শেষ করেছে পুরো ইউনিট। বিষয়টি জানালেন এর পরিচালক সানী সানোয়ার। বললেন, ‘আমরা টানা শুটিং করেছি। আমাদের লক্ষ্য ছিল এপ্রিলের মধ্যে ছবির দৃশ্যধারণ শেষ করা। সেই অনুযায়ী কাজ হয়েছে। আর একটু শুটিং বাকি। সেটি হবে দেশের বাইরে। মধ্যপ্রাচ্যের কোনও একটি দেশে এটি হবে। ছবির সর্বশেষ অবস্থা জানাতে আমরা আজ এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছি। সেখানে সব তুলে ধরা হবে।’

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট