চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ভারত সরকারের বৃত্তি পেলেন বুশরা

২০ জুন, ২০১৯ | ১:২৮ পূর্বাহ্ণ

বুশরা শাহরিয়ার একাধারে সঙ্গীতশিল্পী, আর্কিটেক্ট এবং একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক। তরুণ প্রজন্মের সঙ্গীত শিল্পী হয়েও প্রেম, ভালোবাসা, বিরহ বিচ্ছেদ এরকম যুগোপোযোগী বিষয়গুলোকে বাদ দিয়ে বাংলাদেশকে নিয়ে মিউজিক ভিডিও নির্মাণ করে খুব অল্প সময়ে দর্শকদের হৃদয়ে স্থান করে নেন। কিন্তু দর্শকরা হয়ত জানেন না বুশরা ছাত্রী হিসেবেও বেশ ভাল। ২০১৭ সালে ভারতের কেন্দ্রীয় সরকারের বৃত্তি পেয়ে নগর পরিকল্পনার উপর মাস্টার্স এর জন্য ভারতের স্বনামধন্য প্রতিষ্ঠান আইআইটি রুরকিতে পড়তে যান বুশরা। এই বছরের মে মাসে তার মাস্টার্স সম্পন্ন হয়েছে। তার মাষ্টার্সের থিসিসের বিষয় ছিল “চষধহহরহম ঝঃৎধঃবমরবং ঃড় সরঃরমধঃব টৎনধহ ঋষড়ড়ফ রহ উযধশধ ঈরঃু” অর্থাৎ কিভাবে নগর পরিকল্পনার মাধ্যমে ঢাকার বিভিন্ন স্থানে বর্ষাকালে তৈরি হওয়া জলাবদ্ধতার সমাধান করা যায় তা নিয়ে বুশরা তার থিসিস করেছেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট