১২ সেপ্টেম্বর, ২০২০ | ৪:২৪ অপরাহ্ণ
অনলাইন ডেস্ক
২০১৮ সালে রাজ-শুভশ্রীর বিয়ে হয়। দু বছর পর তাদের ঘরে এল নতুন অতিথি। পুত্র সন্তানের মা হলেন শুভশ্রী।
আজ শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন এই অভিনেত্রী। সন্তানের ওজন হয়েছে ৩ কেজি।
শুভশ্রীর মা হবার খবরে তারকাদের অনেকেই তাদের শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা জানাচ্ছেন অভিনেত্রী ভক্তরা।
উল্লেখ্য, গত মাসেই হঠাৎ করে করোনায় আক্রান্ত হন রাজ চক্রবর্তী। তারই মাঝেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন এবং মৃত্যু হয় রাজের বাবা কৃষ্ণ চক্রবর্তীর। রাজের যেদিন করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ এল, সেদিনই জানা যায় তার বাবার করোনাতেই মৃত্যু হয়েছে। এই ঝড়ঝাপ্টা পার করে অবশেষে খুশির খবর এল রাজ-শুভশ্রীর পরিবারে।
পূর্বকোণ/এএ
The Post Viewed By: 358 People