চট্টগ্রাম মঙ্গলবার, ৩০ মে, ২০২৩

২৯ মে, ২০১৯ | ২:০৮ পূর্বাহ্ণ

সংসদে মিমি-নুসরাত

ভারতের ১৭তম লোকসভা নির্বাচনে বসিরহাট এবং যাদবপুর কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়ী হয়েছেন কলকাতার জনপ্রিয় দুই নায়িকা নুসরাত জাহান এবং মিমি চক্রবর্তী। গত সোমবার সংসদে ছিল তাদের প্রথম দিন। জীবনের এই গুরুত্বপূর্ণ মুহূর্তকে ফ্রেমবন্দি করে রেখেছিলেন দুই অভিনেত্রী। সংসদের পরিচয়পত্র গলায় ঝুলিয়ে ছবি তুলেছিলেন তারা। পরে সেই ছবি শেয়ার করেন সোশ্যাল
মিডিয়াতে। ব্যাস, তারপর থেকেই নানা তির্যক মন্তব্যের শিকার হতে শুরু করেন মিমি ও নুসরাত। সদ্য সাংসদ হওয়া দুই নায়িকাকে কটাক্ষ করতে বাদ যাননি পরিচালক রামগোপাল বর্মাও। নুসরাত ও মিমির একটি টিকটক ভিডিও শেয়ার করে তিনি লিখেন, ‘অসাধারণ! বাংলা থেকে নতুন সাংসদ মিমি চক্রবর্তী ও নুসরাত জাহান। ভারত সত্যিই ভীষণ উন্নতি করছে। দেশের এমন সাংসদদের দেখে সত্যিই চোখে বড্ড আরাম লাগছে।’
প্রসঙ্গত, এবারের নির্বাচনে বসিরহাট কেন্দ্র থেকে নুসরাত জিতেছেন ৩ লাখ ৫০ হাজার ৩৬৯ ভোটে। অন্যদিকে যাদবপুর কেন্দ্র থেকে মিমি জিতেছেন ২ লাখ ৯৫ হাজার ২৩৯ ভোটে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট