চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

শুক্রবার সিলভার স্ক্রিনে ‘রবিবার’ও ‘সনিক দ্য হেজহগ’

২৭ ফেব্রুয়ারি, ২০২০ | ১:২৭ পূর্বাহ্ণ

বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসান ও কলকাতার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের একসঙ্গে জুটি বাঁধা প্রথম সিনেমা ‘রবিবার’। বহুদিন ধরেই একে অপরের সঙ্গে কাজ করার ইচ্ছে প্রকাশ করেছিলেন। কিন্তু কিছুতেই তা যেন হয়ে উঠছিল না। অবশেষে তাদের ইচ্ছে পূরণের দায়িত্ব নিলেন পরিচালক অতনু ঘোষ। এই প্রথমবার তার পরিচালনাতেই পর্দায় একসঙ্গে দেখা যায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং জয়া আহসানকে। ছবির নাম রবিবার। আদতে রোমান্টিক থ্রিলার ‘রবিবার’।

তাদের দুজনের অতীত নিয়েই সিনেমা। হঠাৎ এক রবিবার দেখা হয় দুই চরিত্রের। এবং এ বছরের অন্যতম আলোচিত ছবি ‘সনিক দ্য হেজহগ’ বিশ্বব্যাপী মুক্তি পেয়েছিলো গত ১৪ ফেব্রুয়ারি। এবার বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে আগামীকাল ২৮ ফেব্রুয়ারি। ‘সনিক দ্য হেজহগ’ একটি সায়েন্স ফিকশন অ্যাকশন ছবি। পরিচালনা করেছেন জেফ ফোলার। এর কাহিনি লিখেছেন জস মিলার। মূল চরিত্রে অভিনয় করেছেন জেমস মার্সডন, জিম কেরেই। ছবিটি নির্মিত হয়েছে সেগা কর্তৃক প্রকাশিত ভিডিও গেম ফ্যাঞ্চাইজির উপর ভিত্তি করে। এর গল্পে দেখা যায় নীল হেজহগ নামের একজন নৃবিজ্ঞানী অন্য আরেক পৃথিবী থেকে এসেছে। তার পৃথিবীতে আসার উদ্দেশ্য হলো ভিলেনদের থেকে নিজেকে বাঁচানো এবং তার গতিবেগ বাড়ানো। গ্রিন হিলস শহরে সে আশ্রয় নেয়। দুর্ঘটনাক্রমে বিশাল বিদ্যুৎ বিভ্রাট ঘটানোর জন্য সরকারের লক্ষ্যবস্তুতে পরিণত হন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট