চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বক্স অফিসে অপরাজেয় ‘তানহাজি’

৫ ফেব্রুয়ারি, ২০২০ | ৬:১৭ পূর্বাহ্ণ

‘তানহাজি’র জয়রথের গতি থামছেই না। ১০ জানুয়ারি বক্স অফিস দখল করার পর এখন পর্যন্ত ২৫০ কোটি রুপি ছাড়িয়ে গেছে এর আয়। এরপর একে একে বক্স অফিসে হানা দিয়েছে ‘ছপাক’, ‘স্ট্রিট ড্যান্সার থ্রিডি’, ‘পঙ্গ’, ‘জওয়ানি জানেমন’। কিন্তু বক্স অফিসের কর্তৃত্ব ছাড়তে নারাজ ‘তানহাজি: দ্য আনসাং ওয়ারিয়র’। নতুন সিনেমা পুরনোকে কোণঠাসা করার পরিবর্তে পুরনোর চাপে নতুনের ব্যবসায় ঘাটতি দেখা যাচ্ছে বলিউডে। বলিউডের বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ টুইট বার্তায় বলেন, তানহাজি ২৫০ কোটি রুপির মাইলফলক পেরিয়ে গেছে। কয়েকটি সিনেমার সঙ্গে প্রতিযোগিতায় এখনো শক্ত অবস্থানেই আছে সিনেমাটি। চতুর্থ শনি ও রোববারেও এর আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফলে ২৭৫ কোটি রুপি আয়ের দিকে ছুটছে তানহাজির ঘোড়া। এখন পর্যন্ত সিনেমাটির আয় হয়েছে ২৫৩ কোটি ৭২ লাখ রুপি। এদিকে নতুন সিনেমা হাজির হয়েছে কঙ্গনা রনৌতের ‘পঙ্গ’ এবং সাইফ আলি খানের ‘জওয়ানি জানেমন’।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট