চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

অস্কার মঞ্চে অর্কেস্ট্রার সুর বাজবে তার ইশারায়

২৬ জানুয়ারি, ২০২০ | ৪:০৬ পূর্বাহ্ণ

অস্কারের জাঁকজমকপূর্ণ আসরে অর্কেস্ট্রা পরিচালনা করবেন আইরিশ সুরকার ইমেয়ার নুন। অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯২ বছরের ইতিহাসে এবারই প্রথম কোনও নারীর কাঁধে থাকছে এই দায়িত্ব।

৪২ জনের অর্কেস্ট্রাকে নেতৃত্ব দেবেন তিনি। ইতিহাস গড়ে উচ্ছ্বসিত এই তারকা।
এবারের অস্কারের সেরা মৌলিক গান বিভাগে মনোনীত পাঁচটি গান বাদে গোটা অনুষ্ঠানের সব সুর বাজবে ইমেয়ার নুনের ইশারায়। তাকে আমন্ত্রণ জানিয়েছেন অস্কারের সংগীত পরিচালক রিকি মাইনর।

আয়ারল্যান্ডের গ্যালওয়ে শহরে জন্মগ্রহণ করেছেন ইমেয়ার নুন। বছরে অর্ধশত কনসার্টের পরিচালক হিসেবে পাওয়া যায় তাকে। ডাবলিন ন্যাশনাল কনসার্ট হলে প্রথম নারী হিসেবে অর্কেস্ট্রা পরিচালনা করেন তিনি। অস্কারের মাধ্যমে এবার উঠতে যাচ্ছেন নতুন এক উচ্চতায়।
ইমেয়ার নুনের আশা, আগামী প্রজন্মের নারী অর্কেস্ট্রা পরিচালক ও সুরকারদের অনুপ্রাণিত করবে তার এই অর্জন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট