চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

গণসঙ্গীতে ঐশী

২৫ জানুয়ারি, ২০২০ | ৪:০১ পূর্বাহ্ণ

প্রথমবারের মতো কোনো গণসংগীতে কণ্ঠ দিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ঐশী। আসছে ভালোবাসা দিবসের জন্য রাজনীতি প্রেম ও বিরহের সমন্বয়ে ‘আদা সমুদ্দুর’ নামে একটি নাটক নির্মাণ করছেন নির্মাতা রাইসুল তমাল। নাটকটিতে রাজনীতি, প্রেম ও বিরহের তিনটি পার্টে তিনটি গান থাকছে। সম্প্রতি মুরাদ নূরের সুরে রাজনীতি পার্ট ‘গর্জন’ শিরোনামের গানে কণ্ঠ দিলেন ঐশী। এর সঙ্গীতায়োজন করেন মুশফিক লিটু। গানটি প্রসঙ্গে ঐশী বলেন,
সমসাময়িক রাজনীতি নিয়ে এ প্রথম কোনো গণসঙ্গীত গাইলাম। নাটকের গল্প, কথা ও সুর আমার মন কেড়েছে। আদা সমুদ্দুর এর সঙ্গে থাকতে পেরে ভালো লাগছে। গর্জনে ফিরে আসুক সুস্থ ধারার রাজনীতি।

মুরাদ নূর বলেন, ঐশী খুবই শক্তিশালী গায়িকা। কণ্ঠধারনের পর মনে হলো ওর জন্যই গর্জন সৃষ্টি। এমন গানে অসুস্থ ধারার রাজনীতিতে সুস্থতা ফিরে আসুক।
নির্মাতা রাইসুল তমাল বলেন, আদা সমুদ্দুর হলো রাজনীতি, প্রেম ও বিরহের আখ্যান। গল্প অনুযায়ী নাটকে তিনটি গান থাকছে।’

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট