চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

বাংলাদেশি শ্রমিকদের জন্য সুখবর দিলেন মালেশিয়ার মন্ত্রী

অনলাইন ডেস্ক

১৬ জানুয়ারি, ২০২০ | ৯:৪২ অপরাহ্ণ

মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের নিয়োগের জন্য শীঘ্রই শূন্য-ব্যয়ের নিয়োগ চুক্তি চূড়ান্ত করার কাছাকাছি রয়েছে বলে জানা গেছে। বুধবার (১৫ জানুয়ারি) দি মালয়েশিয়ান রিজার্ভ’র এক প্রতিবেদনেও এমন তথ্য প্রকাশিত হয়েছে।

মালয়শিয়ার মানবসম্পদ মন্ত্রী এম কুলাসেগারান বলেছেন, খুব দ্রুতই শূন্য-ব্যয় নিয়োগের চুক্তিতে থাকা বাকি ইস্যুগুলোর জন্য মালয়েশিয়া-বাংলাদেশ যৌথ ওয়ার্কিং গ্রুপকে বাংলাদেশে পাঠাচ্ছি। প্রায় সমস্ত বিষয় নিষ্পত্তি হয়ে গেছে এবং আমরা এটি চূড়ান্ত করার খুব কাছাকাছি পৌঁছেছি।

এম কুলাসেগারান বলেন, বাংলাদেশ সরকার বলেছে যে তারা নেপালের সঙ্গে যেভাবে চুক্তিতে পৌঁছেছে ঠিক তার মতো যথাযথ সম্মতি ছাড়া শ্রমিক প্রেরণ করবে না এবং প্রয়োজনীয় বিধানের যথাযথ সম্মতি থাকতে হবে।
মালয়েশিয়া অভিবাসী শ্রমিকদের জন্য জোর করে কাজ করাতে নিয়ম উঠিয়ে দিতে এবং আমদানিকারক দেশগুলো থেকে সম্ভাব্য বাণিজ্য নিষেধাজ্ঞা এড়ানোর জন্য আরেকটি শূন্য মূল্যের নিয়োগ চুক্তি করতে চাইছে।

বাংলাদেশ ও মালয়েশিয়ার নতুন চুক্তিগুলো নেপালের সঙ্গে স্বাক্ষরিত নিয়োগ চুক্তির অনুরূপ হবে। এছাড়া চুক্তির অধীনে নিয়োগকর্তারা নিয়োগের জন্য চার্জ, যাওয়া আসার বিমান ভাড়া, ভিসা ফি, স্বাস্থ্য পরীক্ষা, সুরক্ষা স্ক্রিনিং এবং ভ্যাট প্রদানের জন্য দায়বদ্ধ থাকবে।

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন