চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ইতালিতে কোরান শিক্ষার বিশেষ ক্লাশ

২৯ ডিসেম্বর, ২০১৯ | ৪:৪৮ পূর্বাহ্ণ

এসোসিসাজিয়ন সোসিও কালচার পেস মেডা, ভিয়া সি. কলম্বো ২, মেডা, ইতালি কার্যালয় মসজিদে বৃহস্পতিবার ছুটির দিন শিশুদের কোরান শিক্ষার বিশেষ ক্লাসের আয়োজন করা হয়।
বিশেষ ক্লাস পরিচালনা করেন শিক্ষক ও এসোসিয়েশনের সেক্রেটারি আবদুল করিম কারাতি। এসময় শিশু সন্তানদেরদের ইসলামি সংস্কৃতি ও কোরান শিক্ষায় তালিম দিয়ে আগ্রহী করে তুলতে অভিভাবকদের প্রতি আবেদন জানানো হয়।
ক্লাসে বাংলাদেশসহ বিভিন্ন দেশের প্রবাসী শিশুসন্তান অংশ নেয়।এলাকার মুসলিম প্রবাসীদের তাদের শিশুদের ইসলামি শিক্ষায় আলোকিত করতে এই কোর্সে অংশ নিতে আহ্বান জানানো হয়। উল্লেখ্য, সপ্তাহে প্রতি রবিবার সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ১২টায় শেষ হয়। ক্লাসের পর কোমলমতি শিশুরা খেলায় মেতে উঠে।

শেয়ার করুন