চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সৌদির রেস্টুরেন্টে একই দরজা দিয়ে নারী-পুরুষ প্রবেশের অনুমতি

কামাল পারভেজ অভি, সৌদি প্রতিনিধি

৯ ডিসেম্বর, ২০১৯ | ২:৪৯ অপরাহ্ণ

মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ সৌদি আরবে তুলে নেয়া হচ্ছে একের পর এক নিষেধাজ্ঞা। এর আগে দেশটির কোনো রেস্টুরেন্টে যেতে হলে নারী এবং পুরুষদের আলাদা দরজা দিয়ে প্রবেশ করতে হত। কিন্তু এখন সেই নিষেধাজ্ঞা তুলে নেয়া হচ্ছে। এখন নারী এবং পুরুষের জন্য আলাদা কোন দরজা থাকবে না। তারা এখন থেকে একই দরজা দিয়ে রেস্টুরেন্টে প্রবেশ করতে পারবেন। আগে সৌদির সব রেস্টুরেন্টেই নারী এবং পরিবারের জন্য একটি দরজা এবং পুরুষদের জন্য আলাদা দরজার ব্যবস্থা ছিল। কিন্তু সম্প্রতি পৌরসভা এবং গ্রামীণ সম্পর্কবিষয়ক মন্ত্রণালয় ঘোষণা করেছে যে, এখন থেকে এই নিয়ম আর বাধ্যতামূলক নয়। কোনো আত্মীয়তার সম্পর্ক নেই এমন নারী-পুরুষরা গত কয়েক দশক ধরেই জনসম্মুখে মেলামেশা করতে পারতেন না। দেশটিতে কঠোর সামাজিক অনুশাসনের কারণে দীর্ঘদিন ধরেই বেশ কিছু বিষয়ে নিষেধাজ্ঞা জারি ছিল। কিন্তু সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান সৌদিতে সংস্কারের মাধ্যমে নানা ধরনের পরিবর্তন নিয়ে এসেছেন।

এর আগে নারীদের ওপর থেকে গাড়ি চালানোর নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়। এছাড়া দেশটিতে আগে বিনোদনের কোনো সুযোগ ছিল না। লোকজনকে বিনোদনের জন্য অন্যান্য দেশে ভ্রমণ করতে হত। এখন সৌদিতেই বিভিন্ন ধরনের বিনোদনের সুযোগ তৈরি হচ্ছে। রেস্টুরেন্ট, ক্যাফে, কনফারেন্স এবং কনসার্টগুলোতে এখন আর নারী-পুরুষকে আলাদা দরজা দিয়ে প্রবেশ করতে হবে না। তবে নারী-পুরুষ পাশাপাশি সিটে বসতে পারবেন কিনা সে বিষয়টি এখনো পরিষ্কার নয়। এছাড়া নতুন এই নিয়ম বাধ্যতামূলকও নয়। যদি মালিকরা নতুন নিয়ম অনুসরণ করতে না চান তবে রেস্টুরেন্টগুলো চাইলে আগের মতোই আলাদা দরজার ব্যবস্থা রাখতে পারে। তবে স্কুল এবং হাসপাতাল ছাড়াও আরো বেশ কিছু ক্ষেত্রে এখনো আলাদাভাবে প্রবেশের নিয়ম চালু রয়েছে। সেক্ষেত্রে নতুন কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।

 

 

 

 

পূর্বকোণ/এম

শেয়ার করুন