চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

জার্মানিতে সায়েন্টিস্ট এওয়ার্ড পেলেন  দু’জন বাংলাদেশি

অনলাইন ডেস্ক

৮ ডিসেম্বর, ২০১৯ | ৬:২৪ অপরাহ্ণ

শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় অধিক মনোযোগী করার জন্য জার্মানির মার্টিন লুথার ইউনিভার্সিটি প্রতিবছর ‘ইয়াং পলিমার সায়েন্টিস্ট’ এওয়ার্ড প্রদান করে। মেধাতালিকাভিত্তিক তিনজনকে ‘ইয়াং পলিমার সায়েন্টিস্ট’ এওয়ার্ড প্রদান করা হয়। এই তিনজনের মধ্য দুজন বাংলাদেশি শিক্ষার্থী। সম্মানী হিসেবে সার্টিফিকেট ও এক বছর মাসিক হারে ১৫০ ইউরো সম্মানী পাবেন এই তিন শিক্ষার্থী।

তিনজন এওয়ার্ড বিজয়ীর দুই বাংলাদেশি শিক্ষার্থী সারমিন রিতু ও আবির তালুকদার। অপরজন হলেন তিউনিসিয়ার।

সারমিন রিতু বাংলাদেশে ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ফলিত পুষ্টি ও খাদ্যবিজ্ঞানে স্নাতক সম্পন্ন করার পর মার্টিন লুথার বিশ্ববিদ্যালয়ে পলিমার ম্যাটেরিয়াল সায়েন্স মাস্টার্স কোর্সে ভর্তি হন। অন্যদিকে, আবির তালুকদার বাংলাদেশে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় (কুয়েট) থেকে লেদার ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক করে জার্মানিতে একই বিশ্ববিদ্যালয়ে একই কোর্সে মাস্টার্স করছেন।

পূর্বকোণ/টিএফ

শেয়ার করুন