চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

আরো ১০ হাজার বাংলাদেশি পাবেন হজ পালনের সুযোগ

কামাল পারভেজ অভি, সৌদি প্রতিনিধি

৫ ডিসেম্বর, ২০১৯ | ১:০২ অপরাহ্ণ

‘বাংলাদেশ-সৌদি আরব’ হজ চুক্তির পরবর্তী সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) মধ্যরাতে মক্কার বাংলাদেশ হজ মিশনে এ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় ধর্মপ্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ বলেন, আগামীতে হজ কার্যক্রম আরো সহজ করা হবে। তারই ধারাবাহিকতায় ২০২০ সালে এক লাখ ৩৭ হাজার ১৯৮ জন বাংলাদেশি পবিত্র হজ পালনের সুযোগ পাবেন।

বাংলাদেশের আবেদনের প্রেক্ষিতে ২০১৯ সালের চেয়ে ২০২০ সালে ১০ হাজার হাজি বৃদ্ধি করেছে সৌদি সরকার। এজেন্সিপ্রতি সর্বনিম্ন হাজির সংখ্যা ১০০ জন। এছাড়াও হজ এজেন্সির জন্য ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট এসোসিয়েশন (IATA) লাইসেন্স থাকার বিষয়টি শিথিল করা হয়েছে। হজযাত্রীর কোটা বাড়ানো, রুট টু মক্কা ইনিশিয়েটিভের আওতায় শতভাগ হজযাত্রীর ইমিগ্রেশন বাংলাদেশে করা এবং হজ শেষে দেশে ফেরার সময় জেদ্দা ও মদিনা এয়ারপোর্টে হাজিদের ইমিগ্রেশন সহজ করা, হাজিদের ৪২ দিনের পরিবর্তে ৩০ দিনের কম সময়ে দেশে ফেরার উদ্যোগ নেয়া হবে বলে জানান ধর্ম প্রতিমন্ত্রী।

এ সময় মক্কার হজ কাউন্সিলর মো. মাকসুদুর রহমান, ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. আনিছুর রহমান, অতিরিক্ত সচিব এবিএম আমিন উল্লাহ নূরী, হজ এজেন্সিজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) সভাপতি এম. শাহাদাত হোসাইন তসলিম, হজ অফিস ঢাকার পরিচালক মো. সাইফুল ইসলাম, ধর্ম মন্ত্রণালয়ের সিস্টেম এনালিস্ট মো. সাইফুল ইসলাম, ধর্ম প্রতিমন্ত্রীর সহকারী ব্যক্তিগত সচিব নাজমুল হক সৈকত উপস্থিত ছিলেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১ আগস্ট পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

 

 

 

 

 

পূর্বকোণ/এম

শেয়ার করুন