চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

হাসপাতালের হিমাগারে প্রবাসী কামালের লাশ, দেখার নেই কেউ

প্রবাস ডেস্ক

২৭ নভেম্বর, ২০১৯ | ৯:২৬ অপরাহ্ণ

মৃত্যুর ৭ দিন পার হয়ে গেলেও এখনো ইস্ট লন্ডন হাসপাতালের হিমাগারে পড়ে আছে বাংলাদেশি ব্যবাসায়ী কামাল আহামদ ভুট্টুর লাশ। মৃত্যুর একদিন পর লাশের পোস্টমর্টেম হওয়ার নিয়ম থাকলেও কামাল আহামদের কোন আত্নীয়-স্বজন লাশের খোঁজ না নেয়ার কারণে গত ৭ দিন ধরে হাসপাতালের হিমাগারে লাশটি পড়ে আছে।

ইস্ট লন্ডন হাসপাতাল সূত্রে জানা যায়, হিমাগার কর্তৃপক্ষ বলেছে গত ১৮ তারিখ রাতে কামালের মৃত্যু হলেও লাশের কোন নিকট আত্মীয় স্বজন তদারকি না করায় নিয়ম অনুযায়ী লাশের পোস্টমর্টেম হয়নি। এদিকে কামাল আহামদ ভুট্টুর অসংখ্য চাচাতো ও জেঠাতো ভাই থাকলেও তারা এই বিষয়ে কোন আগ্রহ দেখাচ্ছে না।

এদিকে, কামাল আহামদ ভুট্টুর লাশটি দেশে পাঠানোর জন্য বাংলাদেশ হাইকমিশন বা বাংলাদেশ পরিষদের দৃষ্টি আকর্ষণ করেন প্রবাসীরা।

প্রসঙ্গত, অক্টোবর মাসের ২৩ তারিখ দক্ষিন আফ্রিকার ইস্টার্ন ক্যপের স্টেকস্প্রীরিট এলাকায় কামাল নিজ দোকানে ডাকাতের গুলিতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

 

পূর্বকোণ-রাশেদ

শেয়ার করুন