চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

বজ্রপাতে নিহত সেই সেলিমের দাফন হল মক্কায় 

সৌদি আরব সংবাদদাতা

১৯ নভেম্বর, ২০১৯ | ৮:০৬ অপরাহ্ণ

সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় দেড় মাস আগে বজ্রপাতে নিহত দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মোহাম্মদ সেলিমকে (২৮) মক্কায় দাফন করা হয়েছে। সোমবার(১৮ নভেম্বর) মক্কার মসজিদুল হারামে আসর নামাজের পর নামাজে জানাজা শেষে মক্কার সোহাদা নামক কবরস্থানে তাকে দাফন করা হয় বলে বিষয়টি নিশ্চিত করেছেন মক্কা প্রবাসী মুহাম্মদ ফরিদ উদ্দিন। নিহত মোহাম্মদ সেলিম চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আলী মুহুরিবাড়ির আহমদ কবিরের ছেলে।

জানা যায়,ওমরাহ ভিসায় সৌদি আরবে গিয়ে অবৈধভাবে বসবাস করা সেলিমের ভিসা না থাকার কারণে তাকে দাফন করা সম্ভব হয়নি। সেলিম নিহত হওয়ার পর থেকেই মক্কার আল নুর হাসপাতালের হিমঘরে তাঁর লাশ রাখা হয়েছিল। ভাগ্য ফেরানোর জন্য ভাই নাছির উদ্দিনকে অনুসরণ করে প্রায় চার বছর আগে সৌদি আরবে পাড়ি জমান মোহাম্মদ সেলিম। ওমরাহ ভিসায় গিয়ে অবৈধভাবে বিলে কাজ করতেন সেলিম।

উল্লেখ্য,গত ২ অক্টোবর বিকেলে প্রতিদিনের মতো ওইদিনও বিলে সবজি ক্ষেতে কাজ করার সময় হঠাৎ বজ্রপাতসহ তুফান শুরু হলে বাসায় ফেরার আগেই মাঠেই বজ্রপাতে মারা যান সেলিম।

পূর্বকোণ/অভি-রাশেদ

শেয়ার করুন