১৭ নভেম্বর, ২০১৯ | ১২:২২ অপরাহ্ণ
কামাল পারভেজ অভি, সৌদিআরব প্রতিনিধি
সৌদিআরবের রাজধানী রিয়াদে হৃদরোগে আক্রান্ত হয়ে ইমাম হোসেন (৪১) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।
নিহত ইমাম হোসেন লক্ষীপুরের রায়পুর উপজেলার চরবংশী গ্রামের মুসলিম মিয়ার ছেলে।
শনিবার (১৬ নভেম্বর) বিকেলে নিজ কর্মস্থল থেকে বাসায় ফেরার পর হঠাৎ স্ট্রোক করে মৃত্যু হয় ওই বাংলাদেশির।
বর্তমানে তার মরদেহ রিয়াদের চেমুছি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। নিহতের মরদেহ দ্রুত দেশে পাঠাতে রিয়াদ বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা চেয়েছেন তার পরিবারের সদস্যরা।
পূর্বকোণ/পিআর
The Post Viewed By: 369 People