চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

ডাকাতের দেয়া আগুনে দ. আফ্রিকায় আরেক বাংলাদেশির মৃত্যু

অনলাইন ডেস্ক

৭ নভেম্বর, ২০১৯ | ১১:২৬ অপরাহ্ণ

ডাকাতের দেয়া আগুনে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় দক্ষিণ আফ্রিকায় মৃত্যু হয়েছে আরেক বাংলাদেশির। নিহত প্রবাসী বাংলাদেশির নাম রহিম খান (৩৮)। বুধবার (৬ নভেম্বর) দক্ষিণ আফ্রিকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়। এ তথ্য রহিমের ছোট ভাই শফিকুর রহমান নিশ্চিত করেন।

নিহত রহিমের বাড়ি মাদারীপুরের শিবচরের চরশ্যামাইল এলাকার আবদুল কাশেমের ছেলে। এর আগে একই ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে গত ২২ অক্টোবর চিকিৎসাধীন অবস্থায় মারা যান একই উপজেলার ইরফান খলিফা নামের এক বাংলাদেশি। তার বাড়িও  উপজেলায়।

নিহতের ছোট ভাই শফিকুর রহমান বলেন, ‘‌হাসপাতালে চিকিৎসাধীন ছিল আমার ভাই। তার মৃত্যুর আজ বিকালে খবর পাই।’

প্রায় ছয় বছর ধরে নিহত রহিম খান দক্ষিণ আফ্রিকায় একটি দোকানে কাজ করতেন। তিনি সর্বশেষ বাড়ি এসেছিলেন গত দেড় বছর আগে। দেশে তার স্ত্রী ও এক মেয়ে রয়েছে।

প্রসঙ্গত, গত ২১ অক্টোবর রাতে ডাকাতি শেষে দোকানে আটকে রেখে অস্ত্রধারী ডাকাতদল পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। ওই সময় অগ্নিদগ্ধ ইমরান খলিফা নামের শিবচরের এক যুবক পরের দিন সন্ধ্যায় মারা যান। গুরুতর আহতাবস্থায় রহিম খানকে হাসপাতালে ভর্তি করা হলে ১৬ দিন চিকিৎসাধীন অবস্থায় থাকার তিনি গতকাল মারা যান।

পূর্বকোণ/রাশেদ

 

শেয়ার করুন