চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

জেদ্দায় বাংলাদেশ চেন্সারি কমপ্লেক্স নির্মাণ

কামাল পারভেজ অভি, সৌদি প্রতিনিধি

২২ অক্টোবর, ২০১৯ | ৫:২৫ অপরাহ্ণ

সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ চেন্সারি কমপ্লেক্স নির্মাণসহ ৫টি প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক। আজ মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় এই অনুমোদন দেয়া হয়।

এই প্রকল্পে মোট ব্যয় হবে ৪ হাজার ৬৩৬ কোটি ৮০ লাখ টাকা। যার মধ্যে সরকারি অর্থায়ন ১ হাজার ৪৭৬ কোটি ৪ লাখ টাকা আর বিদেশি ঋণ ৩ হাজার ১৬০ কোটি ৭৬ লাখ টাকা। এছাড়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেন্স সেন্টার স্থাপন প্রকল্পটির মেয়াদ বৃদ্ধির প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। তবে নতুন কোনো বরাদ্দ দেয়া হয়নি। একনেক সভা শেষে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান জানান, জেদ্দায় চেন্সারি কমপ্লেক্স প্রকল্প বাস্তবায়নে একটি কমিটি করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

 

 

 

 

 

 

পূর্বকোণ/এম

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট