চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

কন্যাসন্তানের কাছে আর ফেরা হবে না সুমনের

নিজস্ব প্রতিবেদক

২০ অক্টোবর, ২০১৯ | ৩:৫৬ অপরাহ্ণ

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শনিবার (১৯ অক্টোবর) দিবাগত রাতে দেশটির জোহানসবার্গ শহরে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম নুর হোসেন সুমন। তার বাড়ি ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের পূর্ব গোবিন্দপুর গ্রামে। তিনি ওই গ্রামের হাজী জাবেদ আলী বাড়ীর আবুল কাশেমের ছেলে।

নিহত সুমনের ভাই নুরন্নবী জানান, সুমন গত ১২ বছর ধরে দক্ষিণ আফ্রিকায় ব্যবসা করছিলেন। সেখানে তার প্রতিষ্ঠান রয়েছে পাঁচটি। সম্প্রতি তার দু’টি দোকানে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় ডাকাতদের বিরুদ্ধে ওই দেশের থানায় মামলা করলে দেশটির পুলিশ দু’জন ডাকাতকে গ্রেপ্তার করে। পরে ক্ষিপ্ত হয়ে ডাকাতদের বাকি সহযোগীরা শনিবার রাত বাংলাদেশ সময় সোয়া ১টার দিকে সুমনের দোকানের সামনেই তাকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

নিহত সুমনের দুই বছর বয়সী এক কন্যাসন্তান রয়েছে। তার মৃত্যুর খবরে বাড়িতে চলছে শোকের মাতম। সুমনের পরিবার তার মরদেহ দ্রুত দেশে আনতে সহযোগিতা চেয়েছে  দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ দূতাবাস ও সরকারের।

পূর্বকোণ/রাশেদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট