চট্টগ্রাম মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

সর্বশেষ:

আমিরাতে কাগতিয়ার গাউছুল আজম (র.)’র ঈছালে ছাওয়াব মাহফিল

ইউএই প্রতিনিধি

২৩ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:৫২ অপরাহ্ণ

প্রিয় রাসুলুল্লাহ (দ.)’র মোহাব্বত একজন মুমিনের ঈমানি মূলধন। রাসুলকে (দ.) আপন প্রাণের চেয়েও অধিক মোহাব্বত করতে না পারলে কেউ পূর্ণ ঈমানদার হতে পারে না। একবিংশ শতাব্দীতে এসে প্রিয় নবীজিকে নিজের প্রাণের চেয়েও অধিক ভালবাসার বেনজির দৃষ্টান্ত স্থাপন করেছেন কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম (র.)।

 

সালানা ওরছে হযরত গাউছুল আজম (র.) ও জামানার রাবেয়া বসরী, ফাতেমায়ে ছানী রুহানী আম্মাজানের সালানা ওফাত শরীফ স্মরণে ঈছালে ছাওয়াব মাহফিলে কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মোর্শেদ, আওলাদে রাসূল (দ.) আল্লামা, অধ্যক্ষ শায়খ ছৈয়্যদ মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

 

তিনি আরও বলেন, তাওয়াজ্জুহ এর মধ্যে রয়েছে এমন এক আধ্যাত্মিক শক্তি যার মাধ্যমে কলবে এখলাস সৃষ্টি হয়। যার কারণে ইবাদাত-বন্দেগিতে আসে বিনয়-একাগ্রতা-নম্রতা এবং অন্তরে সৃষ্টি হয় আল্লাহ তা’আলার ভয় ও নবীজির অকৃত্রিম মোহাব্বত।

 

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দিন-রাত ব্যাপী আমিরাতের ইন্টারন্যাশনাল উইনার্স ক্লাবে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাত শাখাসমূহের উদ্যোগে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন দুবাই কমিউনিটির সাংগঠনিক তদারক পরিষদের আহবায়ক আলহাজ মুহাম্মদ হারুন এম.আজাদ।

 

বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মদ জাফর, মাওলানা মুহাম্মদ সেকান্দর বারী ও মাওলানা মুহাম্মদ মুজিবুল করিম সায়মনসহ আরও অনেকে।

 

এর আগে হুজুর কেবলার নুরানী তকরির শ্রবণ করতে আমিরাতের রাজধানী আবুধাবি, বাণিজ্যিক রাজধানী দুবাইসহ সাতটি প্রদেশ থেকে আগত হাজার হাজার প্রবাসী বাংলাদেশি ছাড়াও ভারত, পাকিস্তান, স্থানীয় আরবি এবং বিশ্বের বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসলমানগণ উপস্থিত ছিলেন। 

 

মিলাদ ও কিয়াম শেষে প্রধান মেহমান দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি-সমৃদ্ধি এবং কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত গাউছুল আজম (র.)’র ফুয়ুজাত কামনা করে বিশেষ মুনাজাত করেন।

 

 

পূর্বকোণ/বাপ্পি/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট