৯ অক্টোবর, ২০১৯ | ১১:২১ অপরাহ্ণ
সৌদি আরব সংবাদদাতা
সৌদি আরবের তাবুক শহরে হৃদরোগে আক্রান্ত হয়ে বাহারুল ইসলাম নামের আরো এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিহত বাহারুল ইসলাম বাড়ি কুমিল্লা মেঘনা উপজেলার গোবিন্দপুর সোনার চড় গ্রামে।
আজ বুধবার (৯ অক্টোবর) স্থানীয় সময় বেলা ১২টায় তাবুক ফাহাদ বিন সুলতান হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।
জানা যায়, তাবুক শহরের ওয়াতানিয়া স্কুলে ডিউটিতে কর্মরত অবস্থায় হঠাৎ বুকে তীব্র ব্যথা শুরু হলে তাৎক্ষণিক অজ্ঞান হয়ে পড়েন বাহারুল। ওই সময় দ্রুত তাকে তাবুকের স্থানীয় ফাহাদ বিন সুলতান হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, নিহতের লাশ দেশে পাঠানোর জন্য রিয়াদ বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা কামনা করেছে তার পরিবার। নিহতের মরদেহ বর্তমানে তাবুকের কিং খালিদ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।
পূর্বকোণ/অভি-রাশেদ
The Post Viewed By: 481 People