চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

দক্ষিণ আফ্রিকায় ৪ বছরে প্রাণ হারিয়েছে ৪০০ বাংলাদেশি

আন্তর্জাতিক ডেস্ক

৩ অক্টোবর, ২০১৯ | ১২:২৫ অপরাহ্ণ

দক্ষিণ আফ্রিকায় গত চার বছরে চার শ’র বেশি বাংলাদেশিকে হত্যা করা হয়েছে। এদের সকলেই ব্যবসায়িক-আর্থিক লেনদেন, পরকীয়া ও সম্প্রদায়ের মধ্যে ব্যক্তিগত দ্বন্দ্বে প্রাণ হারিয়েছে। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাব্বির আহমেদ চৌধুরী মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন।

বার্তা সংস্থা এএফপিকে তিনি জানান, নিহত অনেকের পরিবার মৃত্যুর বিষয় জানান না বলে প্রকৃত সংখ্যা আরো অনেক বেশি হতে পারে বলে ।

গত কয়েক সপ্তাহে বিদেশি কর্মীদের ওপর হামলার হার বাড়ছে। প্রিটোরিয়ার বাংলাদেশ দূতাবাস বলেছে, দক্ষিণ এশিয়ার কোনো দেশের নাগরিক এসব সহিংসতার সাতে জড়িত নন।  চলতি বছর এখন পর্যন্ত ৮৮ জন বাংলাদেশির লাশ দেশে পাঠানো হয়েছে। ২০১৫ সালের জানুয়ারি থেকে মোট নিহত বাংলাদেশির সংখ্যা ৪৫২। এখানে যারা মারা গেছেন তাদের প্রায় ৯৫ শতাংশই হত্যার শিকার হয়েছেন।

পূর্বকোণ/টিএফ

শেয়ার করুন